অদ্ভুত ব্যাগ হাতে স্টাইলিশ নীতা আম্বানি
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৩:৪৩ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪
সম্প্রতি একমাত্র কন্যা ইশা আম্বানিকে সঙ্গে নিয়ে একটি হাই-প্রোফাইল ইভেন্টে অংশ নিয়েছিলেন নীতা আম্বানি। এদিন সাদা-কালো একটি ব্লেজারের সঙ্গে কালো রঙের পালাজো পরেন তিনি। তবে এদিন সবার নজর ছিল তার হাতের ছোট্ট ব্যাগটিতে। ছবি: ইনস্টাগ্রাম
-
নীতা আম্বানির হাতে থাকা পপকর্ন-আকৃতির ব্যাগটির দাম ২৪ লাখ রূপি, যা বাংলাদেশি টাকায় ৩৪ লাখ টাকারও বেশি।
-
জানা গেছে, পপকর্নের বাক্সের মতো ব্যাগটি তৈরি হয়েছে, স্বর্ণ ও মুক্তার ব্যবহারে।
-
এদিন ইশা আম্বানি লম্বা ব্লেজার-প্যান্ট পরেছিলেন। তার পায়ে ছিল সিলভার রঙের চকচকে পেনসিল হিল।
-
টিরাবিউটি’র ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে নীতা ও ইশা আম্বানির সঙ্গে দেখা গেছে বলিউড তারকা কারিনা কাপুর, কিয়ারা আদভানি, শাহরুখ কন্যা সুহানা খানকে।