সবুজে লাস্যময়ী সোনম
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৪:৩৮ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪
পান্না সবুজ গাউন, মানানসই ট্রেন্ডি জুয়েলারি আর মিনিমাল মেকআপ লুকে আবেদন ছড়াচ্ছেন বলিউডের ফ্যাশন কুইন খ্যাত অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে নতুন রূপে ধরা দিয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম
-
স্যাটিন ফেব্রিকের পান্না সবুজ স্ট্র্যাপলেস গাউনে ক্যামেরাবন্দি হয়েছেন সোনম।
-
ফ্লোরছোঁয়া কোরসেট ধাঁচের গাউনটির কালো পাম্প শু বেছে নিয়েছেন তিনি।
-
লাস্যময়ী অভিনেত্রীর খোলা চুলে উন্মাদনার ছোঁয়া।
-
নো-মেকাপ লুকের সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন পান্নার ক্রস নেকপিস।
-
আয়নার সামনে দাড়িয়ে পোজ দিয়েছেন নায়িকা।