সব্যসাচীর ডিজাইন করা শাড়িতে স্নিগ্ধতা ছড়াচ্ছেন আলিয়া
প্রকাশিত: ১২:৪০ পিএম, ০১ মার্চ ২০২৫
আপডেট: ১২:৪০ পিএম, ০১ মার্চ ২০২৫
শুধু অভিনয়ই নয়, ফ্যাশনেও সচেতন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশনসেন্সও বেশ প্রশংসাযোগ্য। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
সম্প্রতি ভারতের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইন করা প্যাস্টেল পিঙ্ক রঙের শাড়িতে স্নিগ্ধতা ছড়াচ্ছেন আলিয়া। সেই ছবি রীতিমতো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
-
আলিয়ার পুরো শাড়িটি সিকুইন দিয়ে সজ্জিত।
-
বিশেষ করে নজর কেড়েছে নায়িকার প্লাঞ্জিং নেকলাইনের স্লিভলেস ব্লাউজ।
-
গোলাপি শিমারি আইশ্যাডো, মাসকারা, ব্লাশ অন ও ন্যুড পিঙ্ক লিপস্টিকে অপরূপ নায়িকা।
-
শাড়ির সঙ্গে আলিয়ে বেছে নিয়েছেন সব্যসাচীর আর্কাইক গোল্ড ভিন্টেজ নেকপিস। কানে ডায়মন্ড স্টাড, আঙুলে বিয়ের আংটি।
-
মাঝ সিঁথি করা ক্ল্যাসিক গ্রিক হেয়ারস্টাইলে সবার নজর কেড়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।