মেট গালার বর্ণময় ফিরে দেখা
নিউইয়র্ক সিটিতে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’। ছবি: তারকা ও মেট গালার অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকে
-
ফ্যাশন অনুরাগীদের কাছে প্রতিবছর মে মাসের এই প্রথম সোমবার যেন বিশেষ কিছু। এই ইভেন্টের জন্য বিশ্বের ফ্যাশন অনুরাগীরা সারা বছর অপেক্ষায় থাকেন।
-
প্রতিবছরই অসাধারণ সব থিমভিত্তিক সাজপোশাকে উপস্থিত হন নামী তারকা ও ফ্যাশন আইকনরা।
-
আয়োজনে কে কোন পোশাক পরলেন, তা নিয়ে সারা বছর; এমনকি বছরের পর বছর চলে আলোচনা।
-
২০১৫ সালে নিজের ডিজাইন করা অসাধারণ একটি লাল-কালো গাউন পরেছিলেন চিরসবুজ ফ্যাশন আইকন সারা জেসিকা পার্কা।
-
২০২৪ সালে মেট গালায় টম ব্রাউনের অফ শোল্ডার ফ্লোর ছোঁয়া সাদা গাউন পরেছিলেন জিজি হাদিদ।
-
২০২৪ সালের মেট গালায় ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির ফুলেল শাড়িতে সবার চোখ জুড়িয়েছেন আলিয়া ভাট।
-
২০১৯ সালে অদ্ভুত সাজে হাজির হয়ে বেশ সমালোচনার মুখে পরেছিলেন ‘দেশি গার্ল’ খ্যাত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
-
মেট গালা ২০১৯ এ মেটালিক পিঙ্ক স্ট্রেপলেস গাউনে সবার নজর কেড়েছিলেন দীপিকা পাড়ুকোন।