মেট গালার রেড কার্পেটে আলিয়ার দুর্দান্ত সব লুক
ফ্যাশন ইন্ডাস্ট্রির সবচেয়ে আড়ম্বরপূর্ণ এবং চমকপ্রদ ইভেন্টগুলোর মধ্যে মেট গালা অন্যতম। প্রতি বছর এই অনুষ্ঠানে নিজেদের স্টাইল এবং ব্যক্তিত্ব প্রদর্শন করার একটি বিরল সুযোগ আসে। আর এই প্রতিযোগিতায় আলিয়া ভাট তার অসাধারণ ফ্যাশন সেন্স এবং দারুণ লুকস দিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন। প্রতিটি মেট গালায় আলিয়া ভাট যেন নতুন কিছু আনেন, যা তার ভক্ত-অনুরাগীদের জন্য এক নতুন ফ্যাশন ট্রেন্ড তৈরি করে। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
২০২৩ সালে আর্ন্তজাতিক এই ফ্যাশন মঞ্চ থেকে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন আলিয়া ভাট। সেই ডাকে সাড়া দিয়ে সাদা রঙের গাউনে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।
-
আলিয়া ভাট শুধু তার পোশাকের মাধ্যমে নয়, বরং তার পুরো উপস্থিতি দিয়ে মেট গালায় নিজেকে উপস্থাপন করেছেন।
-
জনপ্রিয় এই অভিনেত্রী অতি সাজানো বা ভারী কিছু পরেন না, বরং তার লুকের মধ্যে থাকে সহজাত স্নিগ্ধতা, যা তাকে প্রাকৃতিক এবং মনোরম করে তোলে।
-
২০২৪ সালের মেট গালার রেড কার্পেটে আলিয়া বেছে নিয়েছিলেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের হাতে তৈরি এমব্রয়ডারি করা শাড়ি।
-
শাড়িটির আঁচল ছিল ২৩ ফুট লম্বা। মেট গালায় এটা ছিল আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি।