ফ্যাশনের মঞ্চে বাদশাহর রাজত্ব, শাহরুখ খানের লুক নিয়ে চর্চা তুঙ্গে
বিশ্ব ফ্যাশনের মঞ্চে এবার বলিউডের রাজাধিরাজ। মেট গালায় অভিষেকেই বাজিমাত করলেন শাহরুখ খান। গ্লোবাল ফ্যাশন জগতে বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত আয়োজনে যখন নানা দেশের তারকারা নিজেদের সর্বোচ্চ ঝলক নিয়ে হাজির হন, ঠিক তখনই প্রথমবারের মতো মেট গালার রেড কার্পেটে পা রাখলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আর তাতেই যেন সব আলো গিয়ে পড়লো একটাই মুখে ‘কিং খান’। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
এই প্রথমবার কোনও ভারতীয় পুরুষ হিসেবে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের বিখ্যাত লাল গালিচায় হাঁটলেন শাহরুখ খান।
-
কিং খানের আগমন ছিল একেবারে চলচ্চিত্রের ক্লাইম্যাক্স দৃশ্যের মতো; নির্ভার আত্মবিশ্বাস, ব্যতিক্রমী পোশাক এবং অভিজাত ব্যক্তিত্বের অনন্য মিশেল।
-
তার পরনে ছিল বিশেষভাবে তৈরি একটি রাজকীয় ব্ল্যাক শেরওয়ানিস্টাইল জ্যাকেট, যেখানে ভারতীয় কড়িকাঁটা ও পশ্চিমা কাটিংয়ের নিখুঁত মেলবন্ধন।
-
কিং খানের লুকের সঙ্গে আলোচনায় উঠে এসেছে শতবর্ষী পুরনো আমেরিকান জুতার ব্র্যান্ড নর্ডস্ট্রম। ১৯০১ সালে জুতোর দোকান হিসেবে শুরু হওয়া নর্ডস্ট্রম আজ আমেরিকার অন্যতম বড় ফ্যাশন ব্র্যান্ড।