মেট গালায় বলিউড-হলিউডের মেলবন্ধন, আলোচনায় প্রিয়াঙ্কা-নিক
প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৬ মে ২০২৫
আপডেট: ১২:৩৬ পিএম, ০৬ মে ২০২৫
মেট গালা মানেই ফ্যাশনের মহোৎসব। কিন্তু শুধু পোশাক নয়, এদিনটা সম্পর্ক, ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক পরিচয়েরও এক বৈচিত্র্যময় প্রদর্শনী। বিশেষ এই দিনে রেড কার্পেটে যখন ধরা দেয় হলিউডের জৌলুস আর বলিউডের গ্ল্যামার, তখন আলোচনার কেন্দ্রে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস জুটি। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দুজনেই নিজ নিজ অঙ্গনে সুপ্রতিষ্ঠিত, কিন্তু একসঙ্গে হলে তারা হয়ে ওঠেন এক অনন্য ‘পাওয়ার কাপল’। আর এই জুটির মেট গালা উপস্থিতি বরাবরই যেমন দর্শনীয়, তেমনি আলোচিত।
-
মেট গালায় রেট্রো স্টাইলের বালমেইনের পোলকা ডট সাদা-কালো আউটফিট পরেছেন দেশি গার্ল।
-
বুলগারির বিশাল পান্না বসানো নেকপিস বাড়িয়েছে তার সৌন্দর্যের মাত্রা।
-
প্রিয়াঙ্কার সঙ্গে মিলিয়ে সাদা ফিটেড শার্ট আর হাই ওয়েস্ট কালো প্যান্ট ও কালো ড্রেস সুজ পরেছেন গায়ক স্বামী নিক জোনাস।