বেবি বাম্প নিয়ে নজরকাড়া লুকে মেট গালায় কিয়ারা
মেট গালা মানেই ফ্যাশনের উত্সব। যেখানে প্রতিটি পোশাক, হাঁটা ও হাসি- সবকিছু যেন একেকটি বার্তা। আর সেই মঞ্চেই এবার চমকে দিলেন বলিউডের গ্ল্যামার কুইন কিয়ারা আদবাণী। শুধু ফ্যাশন নয়, বরং মাতৃত্বের গর্ব নিয়েই যেভাবে তিনি উপস্থিত হলেন, তাতে এক নতুন আলোয় উজ্জ্বল হলো রেড কার্পেট। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
মাতৃত্বের দীপ্তি, ফ্যাশনের পরিপক্বতা মেট গালার রেড কার্পেটে কিয়ারা আদবাণীর উপস্থিতি যেন ছিল এক নিঃশব্দ বিপ্লব।
-
কিয়ারার পরনে ছিল সফট গোল্ড ও পার্ল হোয়াইটের এক ফ্লুইড গাউন। কোমল কাপড়ে বেবি বাম্পটি যেন ছিল ক্যানভাসের কেন্দ্রবিন্দু, আর সেটিকে ঘিরেই ফুটে উঠেছিল ডিজাইনারের শিল্পকর্ম।
-
রোমান-গ্রিক ভাবনার ছোঁয়ায় গাউনের ড্রেইপ, গলায় হালকা স্টেটমেন্ট জুয়েলারি আর ন্যুড মেকআপ সব মিলিয়ে মাতৃত্ব আর ম্যাজিকের এক অপূর্ব মেলবন্ধন।
-
বহুদিন ধরেই মাতৃত্বকে আড়াল করার প্রবণতা ছিল ফ্যাশন দুনিয়ায়। সেই মানসিকতা যেন ধীরে ধীরে বদলাচ্ছে। কিয়ারার এই লুক সেই পরিবর্তনের প্রতীক। যেখানে গর্ভাবস্থা লুকানোর নয়, বরং উদযাপনের বিষয়।