মেট গালায় মাতৃত্বকেই ফ্যাশন বানালেন রিহানা
মেট গালা মানেই সাহসী ফ্যাশন, অতুলনীয় কল্পনা আর সীমা ছাড়ানো স্টাইল। কিন্তু এবারের সন্ধ্যায় আলো আর ক্যামেরার ভিড়ে এক নারী যেন সম্পূর্ণ নিজস্ব গল্প শোনালেন। তিনি গায়িকা, অভিনেত্রী, উদ্যোক্তা রিহানা। তার মাতৃত্ব-উজ্জ্বল উপস্থিতিই হয়ে উঠল রেড কার্পেটের সবচেয়ে আলোচিত মুহূর্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
রিহানার পরনে ছিল ড্রামাটিক ব্ল্যাক ভ্যালেন্তিনো গাউন, যার ওপর ছিল বিশাল ফুল-মোড়া কেপ ও স্কাল্পচারাল হুড।
-
পুরো লুকটি একদিকে যেমন ক্লাসিক ও মার্জিত, তেমনি আবার ছিল একধরনের নিঃশব্দ বিদ্রোহের প্রতীক; যেখানে গর্ভাবস্থা কোনো কিছু ঢাকেনি, বরং কেন্দ্র করে তুলেছে পুরো ফ্যাশন স্টেটমেন্টকে।
-
রেড কার্পেটে রিহানার চলন আর গাউনটির কাট এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে বেবি বাম্প স্পষ্ট দেখা যায়। কোনো ভান নেই, নেই ঢাকার চেষ্টা বরং সেই মৃদু উঁচুতা ছিল ফ্যাশনের হৃদয়কেন্দ্র। একনজরে মনে হতে পারে ওভার দ্য টপ, কিন্তু ফ্যাশন বোদ্ধারা বলছেন; এই লুকটা ছিল একদম সময়োপযোগী, সাহসী এবং চমৎকার।
-
ব্ল্যাক গাউনের সঙ্গে মিলিয়ে রিহানা পরেছিলেন ফুল ডিটেইলড হুড। এই পুরো লুক যেন মাতৃত্বকালীন নারীদের জন্য এক স্টাইল গাইড, ‘আড়ালে নয়, আলোয় এসো।’