এবারো নিজের তৈরি পোশাকে কানে নজর কাড়লেন ন্যান্সি
স্বপ্ন দেখার সাহস থাকলে, তা ছুঁয়ে ফেলার গল্পও একদিন লেখা যায়। ভারতের উঠতি ফ্যাশন আইকন ন্যান্সি ত্যাগী সেই সাহসী স্বপ্ন দেখা মেয়েটির নাম, যিনি নিজের তৈরি পোশাকেই ফের আলো ছড়ালেন ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায়। ছবি: ন্যান্সির ইনস্টাগ্রাম থেকে
-
একটা সময় পর্যন্ত তিনি ছিলেন শুধুই দিল্লির এক সাধারণ মেয়ে। কোনো তারকা পরিচয় ছিল না, সিনেমার দুনিয়ার সঙ্গে সরাসরি যোগ ছিল না। কিন্তু পোশাক বানানোর প্রতি ছিল এক প্রচণ্ড রকমের ভালোবাসা। সেই ভালোবাসাকে পুঁজি করে গত বছর প্রথমবার কানে পা রাখেন ন্যান্সি, আর এবার আরও পরিণতভাবে ফিরে এলেন নতুন আত্মবিশ্বাস নিয়ে।
-
উত্তর প্রদেশের এক ছোট গ্রামে জন্ম তার। কঠিন বাস্তবতায় বেড়ে ওঠা, যেখানে স্বপ্ন দেখাও ছিল এক ধরনের বিদ্রোহ।
-
বাবার অনিচ্ছা সত্ত্বেও মা তাকে নিয়ে যান দিল্লি, মেয়ের ভেতরের প্রতিভাকে সুযোগ দেওয়ার আশায়। সেলাই কারখানায় কাজ করে দিন শেষে ফিরে আসা মায়ের পরিশ্রান্ত মুখ দেখে ন্যান্সির মন কাঁদতো, কিন্তু মনোবল ভাঙেনি কখনো। বরং মায়ের শ্রম থেকেই হয়তো ভিত গড়েছিলেন নিজের লড়াইয়ের।
-
সরোজিনী নগর মার্কেট থেকে সস্তা ফেব্রিক, লেইস আর কিছু অনুষঙ্গ কিনে তিনি নিজের হাতে পোশাক বানাতে শুরু করেন। বানানো পোশাক পরে দাঁড়াতেন ক্যামেরার সামনে, তুলে ধরতেন সৃষ্টির প্রতিটি ধাপ। ইনস্টাগ্রামে তার পোস্ট করা সেই ভিডিওগুলো ধীরে ধীরে ভাইরাল হতে শুরু করে। মানুষ দেখতে পায় শুধু পোশাক নয়, একজন সংগ্রামী নারীর আত্মপরিচয়ের চিত্র।
-
আর আজ, সেই ন্যান্সিই কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় দাঁড়িয়ে। বিশ্ব মিডিয়া তাকিয়ে আছে তার দিকে। কোনো ব্র্যান্ড নয়, কোনো ডিজাইনার নয়, নিজেই নিজের পরিচয়।