লাখে ক্যারেট, কোটিতে হার-ঐশ্বরিয়ার গলায় কত টাকার গয়না?
কান চলচ্চিত্র উৎসব মানেই গ্ল্যামার আর চোখ ধাঁধানো ফ্যাশনের প্রদর্শনী। আর বলিউডের আইকনিক অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি মানেই যেন সেই ঝলকের এক অনন্য মাত্রা। এবারের উৎসবেও ব্যতিক্রম হলো না। মুখে আত্মবিশ্বাস, গলায় ঝলমলে রাজকীয়তা। চোখ ধাঁধানো সেই হারটি দেখে কেউ বলছেন শিল্পকর্ম, কেউ বলছেন রত্নের রাজ্য! কারণ? সেটি কোনো সাধারণ গয়না নয়, ঐশ্বরিয়ার গলায় শোভা পাচ্ছিল ৫০০ ক্যারেটের মোজাম্বিক চুনি। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
প্রতি ক্যারেটের দাম লাখ টাকার ঘরে! অর্থাৎ গলার একটিমাত্র হারেই লুকিয়ে আছে কোটি কোটি টাকার সৌন্দর্য। সঙ্গে ছিল হিরে বসানো অন্য গয়নাও। এবার কান উৎসবের সবচেয়ে আলোচিত লুকটি যেন হয়ে উঠেছে বিলাসিতা ও ঐতিহ্যের এক অসাধারণ মিশ্রণ।
-
ঐশ্বরিয়ার গলায় ছিল ৫০০ ক্যারেটের মোজাম্বিক চুনি (রুবি) দিয়ে তৈরি একটি বিরল নেকলেস। সঙ্গে বড় হিরে বসানো গহনা এবং হাতে চুনির আংটি। এই গয়নাগুলোই এখন আলোচনার কেন্দ্রে।
-
বিশেষজ্ঞদের মতে, মোজাম্বিক চুনির বাজারমূল্য প্রতি ক্যারেটে ৪০ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত হতে পারে। সেই হিসেবে ৫০০ ক্যারেটের এই রুবি নেকলেসের দাম দাঁড়ায় কয়েক কোটি টাকাতে।
-
শাড়িতে ব্যবহৃত সোনাও ছিল ১৮ ক্যারেট মানের, যার দাম প্রতি ১০ গ্রামে প্রায় এক লাখ টাকা। সব মিলিয়ে ঐশ্বরিয়ার পুরো ফ্যাশন লুকের পেছনে খরচ হয়েছে এক বিশাল অঙ্ক, যা সহজেই কয়েক শো কোটির ঘরে পৌঁছে যায় বলে ধারণা করছেন অনেকেই।