বিশ্ব ফ্যাশনের মঞ্চে এক কিংবদন্তির জন্মদিন আজ
চোখ ধাঁধানো আলো, গ্ল্যামারের ঝলক, ক্যামেরার ক্লিক-এই সবকিছুর মাঝে এক নারী, যিনি শুধু সৌন্দর্য নয়, আত্মবিশ্বাসেরও প্রতিমূর্তি। তিনি আদ্রিয়ানা লিমা। আজ তার জন্মদিন। ছবি: ফেসবুক থেকে
-
১৯৮১ সালের এই দিনে জন্ম নেওয়া লিমা প্রথমে ছোট ছোট বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও, ১৫ বছর বয়সেই ফোর্ড মডেলস সুপারমডেল প্রতিযোগিতায় জয়লাভ করে নজর কাড়েন আন্তর্জাতিক ফ্যাশন জগতের। সেখান থেকেই তার যাত্রা বিশ্ব মঞ্চে।
-
একজন সাধারণ ল্যাটিন তরুণী থেকে হয়ে ওঠা আন্তর্জাতিক সুপারস্টার; এটা শুধু ভাগ্যের খেলা নয়, ছিল পরিশ্রম, প্রতিভা ও স্বপ্নের নিরবিচার সাধনার ফল।
-
১৯৯৯ সালে ভিক্টোরিয়াস সিক্রেটের ‘অ্যাঞ্জেল’ হিসেবে আত্মপ্রকাশ করেন লিমা। এরপর একটানা প্রায় দুই দশক পর্যন্ত এই ফ্যাশন ব্র্যান্ডের মুখ হিসেবে কাজ করেন, যা তাকে প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি ও জনপ্রিয় ‘অ্যাঞ্জেল’ বানিয়েছে।
-
তার ফ্যাশন শোতে উপস্থিত হওয়া মানেই আলোড়ন। চোখের অভিব্যক্তি, দেহভঙ্গি আর হাঁটার ছন্দে তিনি তৈরি করেছেন এক অনন্য স্টাইল স্টেটমেন্ট। শুধু সুন্দরী হওয়া নয়, স্টেজে দাঁড়িয়ে বিশ্বকে মুগ্ধ করার ক্ষমতাই তাকে আলাদা করেছে।
-
যে ক্যামেরা তাকে ক্যারিশমাটিক করে তুলেছে, সেই ক্যামেরার পেছনের গল্পও সমান আকর্ষণীয়। আদ্রিয়ানা একজন সংগ্রামী মা, যিনি দুই কন্যার মা হিসেবেও নিজের দায়িত্ব পালন করেছেন নিখুঁতভাবে। মাতৃত্ব ও ক্যারিয়ার এই দুই দিক সামলাতে গিয়ে তিনি হয়েছেন আরও মানবিক, আরও বাস্তব।
-
পাশাপাশি সমাজসেবামূলক কাজে যুক্ত থেকে তিনি প্রমাণ করেছেন, একজন সুপারমডেল কেবল র্যাম্পের আলোতেই নয়, বাস্তব জীবনের অন্ধকারেও আলো ছড়াতে পারেন।