গোলাপি শিফনে আলিয়া, সাদা আনারকলিতে রেখা-চোখ ফেরানো দায়

প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৮ জুন ২০২৫ আপডেট: ০৩:৪৪ পিএম, ২৮ জুন ২০২৫

যখন সিনেমা পর্দায় ফিরল উমরাওজান, তখন বাস্তবের রেড কার্পেটে যেন নেমে এলো ফ্যাশনের এক জীবন্ত কবিতা। এক পাশে কিংবদন্তি রেখা সাদা আনারকলির সৌম্য অথচ রাজকীয় ভঙ্গিমায় তিনি যেন নিজেই উমরাওজানের অবিনশ্বর প্রতিচ্ছবি। অন্য পাশে আলিয়া ভাট ‘সিলসিলা’ সিনেমার গোলাপি শিফন শাড়িতে আধুনিকতার ছোঁয়ায় গড়ে তোলা এক নস্টালজিক শ্রদ্ধাঞ্জলি। ছবি: ইনস্টাগ্রাম থেকে