গোলাপি শিফনে আলিয়া, সাদা আনারকলিতে রেখা-চোখ ফেরানো দায়
যখন সিনেমা পর্দায় ফিরল উমরাওজান, তখন বাস্তবের রেড কার্পেটে যেন নেমে এলো ফ্যাশনের এক জীবন্ত কবিতা। এক পাশে কিংবদন্তি রেখা সাদা আনারকলির সৌম্য অথচ রাজকীয় ভঙ্গিমায় তিনি যেন নিজেই উমরাওজানের অবিনশ্বর প্রতিচ্ছবি। অন্য পাশে আলিয়া ভাট ‘সিলসিলা’ সিনেমার গোলাপি শিফন শাড়িতে আধুনিকতার ছোঁয়ায় গড়ে তোলা এক নস্টালজিক শ্রদ্ধাঞ্জলি। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
দুই প্রজন্মের এই দুই তারকার সৌন্দর্য যেন একে অপরের পরিপূরক একজন অতীতের ক্ল্যাসিক, আরেকজন বর্তমানের ট্রেন্ডসেটার। এ রাতের তারাময় ভিড়ে তাদের উপস্থিতিই ছিল যেন সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া। গ্ল্যামার, আবেগ আর ঐতিহ্যের এমন এক মেলবন্ধনে চোখ ফেরানো সত্যিই দায়!
-
বলিউডের চিরসবুজ প্রতীক, রেখা যেন বয়সের সংজ্ঞাই পাল্টে দিয়েছেন। সাদা রঙের দীর্ঘ আনারকলি, যার প্রতিটি ইঞ্চিতে সোনালি কারুকাজ-এ যেন শুধু পোশাক নয়, এক রাজকীয় অভিজ্ঞান। পোশাকটির হাতা ও কাঁধে সূক্ষ্ম সুতোর কাজ, যা আলো-আধারিতে ঝলমল করে উঠছিল অনিন্দ্যভাবে।
-
সাজে ছিল তার চিরচেনা ঘন কায়রা-কাটা চুল, মাথায় লাল সিঁদুর, গাঢ় লাল লিপস্টিক, সোনালি বটুয়া আর ভারী জড়োয়া গয়না। ঝুমকা থেকে শুরু করে কণ্ঠহার, সবেতেই ছিল ঐতিহ্যের ভার। হাতে লাল ও সোনালি রঙের চুড়ি আর আঙুলে বড় আকারের আংটি তার আভিজাত্যকে করে তুলেছিল আরও দৃঢ় ও মুগ্ধকর। তিনি যেন নিজেই ‘উমরাওজান’ এর জীবন্ত সংস্করণ হয়ে হাজির হয়েছিলেন।
-
যেখানে রেখা ছিলেন এক জীবন্ত কিংবদন্তি, সেখানে আলিয়া ভাট ছিলেন যেন আধুনিক যুগের শ্রদ্ধাঞ্জলি। সিলসিলা সিনেমার গোলাপি শিফন শাড়ি পরিহিত রেখার সেই আইকনিক লুকটিকে নিজের মতো করে তুলে এনেছেন আলিয়া।
-
হালকা রোজ পিংক রঙের পাতলা শিফন শাড়ি, যার সঙ্গে ম্যাচিং হাইনেক ওয়াটারফল প্যাটার্নের ব্লাউজ ছিল এক আধুনিক স্নিগ্ধতার প্রতিচ্ছবি।
-
আলিয়ার সাজ ছিল মিনিমাল অথচ ক্লাসিক। হালকা মেকআপ, গ্লসি পিংক লিপস্টিক, সুচারু চোখের কাজল আর ঘন ছেড়ে রাখা চুল-সব মিলিয়ে এক অনন্য নারীত্বের ছায়া। তার লুক যেন একই সঙ্গে অতীতের সৌন্দর্য ও বর্তমানের রুচির মিশেলে এক নিখুঁত ফ্যাশন স্টেটমেন্ট।