জমজমাট রেডিমেড ব্লেজারের দোকান
প্রকাশিত: ১২:২০ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫
আপডেট: ১২:২০ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫
শীতে ফ্যাশনসচেতন ব্যক্তিদের পছন্দের তালিকায় থাকে স্যুট-ব্লেজার। যা অফিসের গাম্ভীর্য ধরে রাখে, আবার অনুষ্ঠানের উচ্ছ্বাসেও মানায়। ছবি: মাহবুব আলম
-
গুলিস্তানের রাস্তার ধারে ফুটপাতে সাজানো সারি সারি ব্লেজারে দোকান।
-
চলার পথে অনেকেই পছন্দের ব্লেজার পরে দেখছেন।
-
কেউবা দামাদামি করে কিনে নিয়ে যাচ্ছেন।
-
এখানে ৪০০ থেকে শুরু করে চার হাজার টাকা দামের ব্লেজার পাওয়া যাচ্ছে।
-
পছন্দের ব্লেজার পরে দেখছেন ক্রেতারা।
-
তবে অন্য বছরের তুলনায় এবার বেচা-বিক্রি কম বলে জানিয়েছেন বিক্রেতারা।