র্যাম্প মাতালেন রুনা খান
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৪:১১ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫
খবরের শিরোনাম আর রুনা খান দুটি যেন একই সূত্রে গাঁথা। কখনো নজরকাড়া ফিগার, কখনো লাস্যময়ী ছবি আবার কখনো বা শো স্টপার হয়ে আলোচনায় থাকছেন এই অভিনেত্রী। ছবি: অভিনেত্রীর পেজ থেকে
-
সম্প্রতি আর্কা ফ্যাশন উইকে ফ্যাশন লেবেল তানের শোয়ে র্যাম্প মাতিয়েছেন রুনা খান।
-
শো-তে ডিজাইনার তানহা শেখের স্ট্রাকচার্ড করসেট ড্রেসে ‘শো স্টার্টার’ ও শো স্টপারের ভূমিকায় নিজেকে উপস্থাপন করেছেন লাস্যময়ী এই অভিনেত্রী।
-
গাঢ় স্পেস ক্যাডেট ব্লু শেডের টপে দেখা যাচ্ছে স্ট্রাকচার্ড করসেট বডিস, যার নিচের অংশে ডিফাইন্ড হিপ অ্যাক্সেন্টে দারুণ মানিয়েছে তাকে।
-
ন্যাচারাল লুকের মেকওভারে মোহনীয় অভিনেত্রী রুনা খান।