গরমের দিনে ফ্যাশনে হাল ধরলেন দেশি তারকারা

প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৫ মে ২০২৫ আপডেট: ০৪:১২ পিএম, ১৫ মে ২০২৫

ঋতুর পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বদলায় ফ্যাশনের ধারা। এখন গ্রীষ্মকাল, তাই পোশাক বাছাইয়ে আরাম সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে আরামের চেয়েও স্টাইলের দিকটায় কোনো ছাড় দেন না দেশি সেলেব্রিটিরা। নিজেদের স্বাচ্ছন্দ্য আর স্টাইল সেন্সকে মেলাতে তারা বেছে নিচ্ছেন হালকা, রঙিন ও ট্রেন্ডি সব পোশাক। এই সময়টা একদিকে যেমন দাবদাহের, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় চোখধাঁধানো লুক শেয়ার করারও। ইনস্টাগ্রামে নজর রাখলেই দেখা যাচ্ছে দেশি তারকারা কে কীভাবে সামার ফ্যাশনে মাতছেন। কেউ পরছেন আরামদায়ক শাড়ি, কেউ বা বেছে নিচ্ছেন হালকা ওয়েস্টার্ন ড্রেস। এথনিক আর ওয়েস্টার্ন দুই স্টাইলেই চলছে সমান বিচরণ। গরমের ক্লান্ত দুপুরে কিংবা ছুটির বিকেলে স্টাইলিশ ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন তারকারা। ছবি: ইনস্টাগ্রাম থেকে