গরমের দিনে ফ্যাশনে হাল ধরলেন দেশি তারকারা
ঋতুর পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বদলায় ফ্যাশনের ধারা। এখন গ্রীষ্মকাল, তাই পোশাক বাছাইয়ে আরাম সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে আরামের চেয়েও স্টাইলের দিকটায় কোনো ছাড় দেন না দেশি সেলেব্রিটিরা। নিজেদের স্বাচ্ছন্দ্য আর স্টাইল সেন্সকে মেলাতে তারা বেছে নিচ্ছেন হালকা, রঙিন ও ট্রেন্ডি সব পোশাক। এই সময়টা একদিকে যেমন দাবদাহের, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় চোখধাঁধানো লুক শেয়ার করারও। ইনস্টাগ্রামে নজর রাখলেই দেখা যাচ্ছে দেশি তারকারা কে কীভাবে সামার ফ্যাশনে মাতছেন। কেউ পরছেন আরামদায়ক শাড়ি, কেউ বা বেছে নিচ্ছেন হালকা ওয়েস্টার্ন ড্রেস। এথনিক আর ওয়েস্টার্ন দুই স্টাইলেই চলছে সমান বিচরণ। গরমের ক্লান্ত দুপুরে কিংবা ছুটির বিকেলে স্টাইলিশ ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন তারকারা। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
অস্ট্রেলিয়ান বিলাসবহুল ব্র্যান্ড জিমারমেনের মিনি ড্রেসে আবেদন ছড়াচ্ছেন লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম।
-
ফ্লোরাল প্রিন্ট আর লেইস ডিটেল দেওয়া সুন্দর এই ড্রেসের সঙ্গে হাই হিল পরেছেন জনপ্রিয় এই অভিনেতা। উঁচু করে বাঁধা নিট বান হেয়ারস্টাইলের সঙ্গে কানে পরেছেন মুক্তার স্টেটমেন্ট দুল-সবমিলিয়ে অপরূপ লাগছে তাকে।
-
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ক্রিম রঙের ক্রেপ জর্জেটের আরামদায়ক শাড়ির সঙ্গে জুটি হয়েছে মুক্তার মালা দেওয়া ব্যাকলেস ডিজাইনের স্লিভলেস ব্লাউজ। চোখে আইলাইনার আর মাশকারা দেওয়া, সুসজ্জিত ভ্রু যুগল, ঠোঁটে ন্যুড লিপস্টিক, গালে হালকা গোলাপি ব্লাশ অন, হীরার নাকফুল নাকে আর কপালে ছোট্ট পাথরের টিপে অপরূপ লাগছে তাকে।
-
ম্যাজেন্টা রঙের হল্টারনেক গাউন, কানে হীরার স্টেটমেন্ট দুল, নিট বান হেয়ারস্টাইলের সঙ্গে মানানসই মেকআপে ফ্রেমবন্দী হয়েছেন মেহজাবীন।
-
লেস বর্ডারের সাদা ব্রালেট টপের ওপর সাদা সি থ্রু ফ্লোরাল শ্রাগের সামার লুকে আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
-
স্লিভলেস ব্লাউজের সঙ্গে ফুলেল কাজ করা সুতি শাড়িতে লাস্যময়ী অভিনেত্রী মন্দিরা।
-
গরমে স্টাইলিশ অভিনেত্রী পূজা চেরী বেছে নিয়েছেন সাদা-নীল ফ্লোরাল মিডি ড্রেস।