ছাতা কেনার আগে মাথায় রাখুন এই ৫ বিষয়, না হলে ঠকতে পারেন!
এবার যেন বর্ষা একটু আগেভাগেই হাজির। টিপটিপ বৃষ্টি কিংবা ঝুমঝুম জলধারার দিনে ঘর থেকে বের হলে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি হলো ছাতা। তবে বাজার থেকে শুধু রঙ দেখে বা আকর্ষণে পড়ে যেকোনো ছাতা কিনে নিলেই চলবে না। কারণ, একটু অসাবধানতায় নতুন ছাতা হতে পারে একবার ব্যবহারের পরই বাতিল। ছাতার রঙ যেমন ফ্যাশনের অনুষঙ্গ, তেমনি এর আকার, কাঠামো আর ব্যবহারযোগ্যতাও ভাবতে হবে মাথা ঠান্ডা রেখে। গবেষণা বলছে, গাঢ় রঙের ছাতায় যেমন ধুলো কম ধরে, তেমনি রোদের তাপে গরমও বেশি লাগে। হালকা রঙ দেখতে ভালো হলেও দ্রুত দাগ পড়ে বা ময়লা জমে। তাই শুধু বাহারি নয়, দরকার বুদ্ধিমত্তারও। চলুন দেখে নেওয়া যাক, ছাতা কেনার আগে কোন ৫টি বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত
-
ছাতার আকার আপনার দৈনন্দিন চলাফেরার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, তা বুঝে তবেই কিনুন। একা চলাফেরা করলে ১০০-১০৫ সেমি ব্যাসের হালকা পকেট ছাতা যথেষ্ট। দুইজনের জন্য বা বেশি সুরক্ষার জন্য ১১০-১২০ সেমি বা ১৩০-১৪০ সেমি ব্যাসের বড় ছাতা নিতে পারেন। তবে বড় ছাতা বহন করা একটু ঝামেলার, তাই যারা প্রতিদিন অফিস বা ক্লাসে যান, তাদের জন্য মাঝারি আকারের ফোল্ডিং ছাতা সবচেয়ে উপযোগী।
-
ছাতার ফ্রেম যদি দুর্বল ধাতুর হয়, একটু ঝড়েই তা ভেঙে যেতে পারে। অ্যালুমিনিয়াম বা ফাইবারগ্লাস ফ্রেম শক্তপোক্ত ও মরিচাবিহীন। স্টিলের ফ্রেম টেকসই হলেও মরিচার সম্ভাবনা বেশি। ছাতার কাপড় আইডিয়ালি হওয়া উচিত পলিয়েস্টার ও নাইলনের মিশ্রণ, যা টেকসই ও পানি প্রতিরোধী। ইউভি প্রটেকশন যুক্ত কাপড় হলে তা বাড়তি সুবিধা।
-
ম্যানুয়াল ছাতা যাদের টেকসই ব্যবহার দরকার, তাদের জন্য বেশি উপযোগী। তবে ব্যস্ত শহরে বা গণপরিবহনে যারা চলাফেরা করেন, তারা বোতামচাপা অটোমেটিক ছাতায় পাবেন দ্রুত সুরক্ষা। তবে মনে রাখবেন, অটোমেটিক ছাতার যন্ত্রাংশ নষ্ট হলে পুরো ছাতাটিই অকেজো হয়ে যেতে পারে।
-
ছাতার হ্যান্ডেল আরামদায়ক না হলে দীর্ঘ সময় হাতে রাখা বিরক্তিকর হয়ে দাঁড়ায়। রাবার-কোটেড বা নরম প্লাস্টিকের হ্যান্ডেল দিলে হাত পিছলে যায় না। কাঠের হ্যান্ডেল দেখতে সুন্দর হলেও ব্যবহারিক সুবিধা কেমন তা পরীক্ষা করে নিন।
-
ছাতার কাপড়ে ওয়াটার রিপেলেন্ট প্রলেপ থাকলে বৃষ্টির পানি গড়িয়ে যায়, ছাতা ভেজে না। সেলাইয়ের মান খারাপ হলে ঝড়-বৃষ্টিতে ছাতা দ্রুত ছিঁড়ে যেতে পারে। এমনকি কিছু ছাতায় ডাবল লেয়ার থাকে, যা হাওয়া ও পানি প্রতিরোধে বেশ কার্যকর।