ছাতা কেনার আগে মাথায় রাখুন এই ৫ বিষয়, না হলে ঠকতে পারেন!

প্রকাশিত: ০২:২১ পিএম, ২৬ জুন ২০২৫ আপডেট: ০২:২১ পিএম, ২৬ জুন ২০২৫

এবার যেন বর্ষা একটু আগেভাগেই হাজির। টিপটিপ বৃষ্টি কিংবা ঝুমঝুম জলধারার দিনে ঘর থেকে বের হলে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি হলো ছাতা। তবে বাজার থেকে শুধু রঙ দেখে বা আকর্ষণে পড়ে যেকোনো ছাতা কিনে নিলেই চলবে না। কারণ, একটু অসাবধানতায় নতুন ছাতা হতে পারে একবার ব্যবহারের পরই বাতিল। ছাতার রঙ যেমন ফ্যাশনের অনুষঙ্গ, তেমনি এর আকার, কাঠামো আর ব্যবহারযোগ্যতাও ভাবতে হবে মাথা ঠান্ডা রেখে। গবেষণা বলছে, গাঢ় রঙের ছাতায় যেমন ধুলো কম ধরে, তেমনি রোদের তাপে গরমও বেশি লাগে। হালকা রঙ দেখতে ভালো হলেও দ্রুত দাগ পড়ে বা ময়লা জমে। তাই শুধু বাহারি নয়, দরকার বুদ্ধিমত্তারও। চলুন দেখে নেওয়া যাক, ছাতা কেনার আগে কোন ৫টি বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত