গোলাপির কোমলতায় মোহময়ী নুসরাত ফারিয়া
নিশ্ছিদ্র সৌন্দর্যে মোড়া এক গোলাপি আবেশে ধরা দিলেন নুসরাত ফারিয়া। গ্ল্যামার আর ব্যক্তিত্বের অনন্য সংমিশ্রণ যার চলনে-বলনে বরাবরই স্পষ্ট, এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু এবারকার চমক ছিল অন্য জায়গায়; চটকদার নয়, বরং মৃদু সৌন্দর্যে মোড়ানো এক পরিশীলিত উপস্থিতি। সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে নুসরাত ফারিয়া যে মনোহর গোলাপি শাড়ি লুকে ধরা দিলেন, তা যেন ফ্যাশনপ্রেমীদের চোখে হয়ে উঠেছে চোখ জুড়ানো এক দৃশ্য। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
সাফিয়া সাথীর ডিজাইনের প্যাস্টেল পিঙ্ক শিফন শাড়িতে অনন্য রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। ঝলমলে কিছু নয়, বরং রুচিশীল ও শুদ্ধতাপূর্ণ এক লুক। সঙ্গে ছিল স্লিভলেস ভি-নেক ব্লাউজ, যা পুরো সাজে এনে দিয়েছে এক নান্দনিক ভারসাম্য।
-
এই লুকের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল জুয়েলারির পরিমিতি; না ছিল বাড়াবাড়ি, না ছিল অনাবশ্যক বাহুল্য। গলায় একাধিক স্তরের স্টোন নেকলেস, কানে ছোট দুল, হাতে সরল ব্রেসলেট আর একটি আংটি-সবকিছুই যেন কথা বলছে সৌন্দর্যের ভারসাম্যের ভাষায়।
-
মেকআপেও ছিল এক মৃদু মাধুর্য। গালে সফট পিঙ্ক ব্লাশ, চোখে হালকা স্মোকি টোন আর ঠোঁটে স্নিগ্ধ গোলাপি লিপস্টিক-সব মিলিয়ে এক নিবিড় কোমলতা। চুল ছিল খোলা, স্বাভাবিক ঢঙে, যেন পুরো লুকে মিশে আছে প্রকৃতির অনায়াস সৌন্দর্য।
-
নুসরাত ফারিয়া আবারও প্রমাণ করলেন, গ্ল্যামারের মানে শুধু ঝলক নয়; স্নিগ্ধতাও হতে পারে স্টাইল স্টেটমেন্ট। গোলাপি শাড়ির এই রূপে তিনি যেন হয়ে উঠেছেন আধুনিক নারীত্বের মৃদু অথচ দৃপ্ত প্রতীক।