গোলাপির কোমলতায় মোহময়ী নুসরাত ফারিয়া

প্রকাশিত: ১২:১৯ পিএম, ১০ জুলাই ২০২৫ আপডেট: ১২:২১ পিএম, ১০ জুলাই ২০২৫

নিশ্ছিদ্র সৌন্দর্যে মোড়া এক গোলাপি আবেশে ধরা দিলেন নুসরাত ফারিয়া। গ্ল্যামার আর ব্যক্তিত্বের অনন্য সংমিশ্রণ যার চলনে-বলনে বরাবরই স্পষ্ট, এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু এবারকার চমক ছিল অন্য জায়গায়; চটকদার নয়, বরং মৃদু সৌন্দর্যে মোড়ানো এক পরিশীলিত উপস্থিতি। সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে নুসরাত ফারিয়া যে মনোহর গোলাপি শাড়ি লুকে ধরা দিলেন, তা যেন ফ্যাশনপ্রেমীদের চোখে হয়ে উঠেছে চোখ জুড়ানো এক দৃশ্য। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে