ভেলভেট গাউনে লাস্যময়ী ভাবনা
জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সবসময়ই ভিন্নতা খুঁজে পান নিজের উপস্থিতিতে। ফ্যাশনে বাধাধরা ছক মানা নয়, বরং নিজস্ব ধাঁচে নিজেকে তুলে ধরাটাই যেন তার আলাদা পরিচয়। তাই পোশাকের ক্ষেত্রে আন্তর্জাতিক ব্র্যান্ড বেছে নেওয়া হোক বা নিজের স্টাইল স্টেটমেন্ট তৈরি প্রতিটি জায়গাতেই ভাবনা রেখেছেন ব্যতিক্রমী সাক্ষর। সম্প্রতি অস্ট্রেলিয়ায় হাজির হয়েছিলেন তিনি একেবারে নতুন এক লুকে ভেলভেট গাউনে আবেদনময়ী ভঙ্গিতে। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
মিডনাইট ব্লু রঙের ভেলভেট গাউনটিতে যেন ঝলমল করছিলেন তিনি। গাউনের ডিপ-ভি নেকলাইন পুরো লুকটিকে করে তুলেছিল আরও আকর্ষণীয়।
-
গাউনের সঙ্গে মানানসই মেকআপে ছিল ভিন্ন আভা। চোখে গাঢ় নীল শিমারি আইশ্যাডো ও ড্রামাটিক ল্যাশের সংযোজন, ঠোঁটে কোরাল পিঙ্ক লিপস্টিক সব মিলিয়ে লুকটি পেয়েছিল ভারসাম্যপূর্ণ গ্ল্যামার।
-
চুলে রাখা হয়েছিল হালকা সোনালি আভা, যা সফট কার্ল করে খোলা অবস্থায় ভেলভেট গাউনের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।
-
এবারের লুকটিতে ভাবনা পরেছিলেন চোখ ধাঁধানো জুয়েলারি সবুজ-সাদা পাথরের ফ্লোরাল নেকপিসের সঙ্গে মানানসই কানের দুল, আর হাতে একাধিক স্টেটমেন্ট রিং। নারীত্বের কোমলতা আর আধুনিকতার সমন্বয়ে জুয়েলারিগুলো যোগ করেছে বাড়তি মাত্রা।
-
অফ-শোল্ডার ও থাই-স্লিট ডিজাইনের এই গ্ল্যামারাস গাউনে ভাবনা যেন নতুন করে মুগ্ধ করলেন ভক্তদের। অস্ট্রেলিয়ার মাটিতেও তিনি প্রমাণ করেছেন ফ্যাশন ও ব্যক্তিত্বের মিশেলে সবসময়ই তিনি থাকবেন অনন্য।