ছবিতে তিশার নীল শাড়ির অনবদ্য সাজ
আধুনিক ফ্যাশনে যখন ট্রেন্ড আর পরীক্ষা-নিরীক্ষার ঢেউ সবচেয়ে উঁচুতে, ঠিক এমন সময়ে এসে চিরায়ত শাড়ির সৌন্দর্যকে অসাধারণ মাধুর্যে ফুটিয়ে তোলেন তানজিন তিশা। তার সাম্প্রতিক এই লুক যেন স্বপ্ন থেকে উঠে আসা কোনো দৃশ্য মোলায়েম আকাশি নীলের ওপর হাতের সূক্ষ্ম কারুকার্য আর তার সঙ্গে শৈল্পিক সাজের নিখুঁত সমন্বয়। পুরো উপস্থিতিটাই এক অনন্য সৌন্দর্যের ঘোষণা। ছবি: তানজিন তিশার ফেসবুক থেকে
-
এই লুকের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে শাড়িটি। অত্যন্ত হালকা, স্বচ্ছ অথচ নরম কাপড়ের ওপর করা হয়েছে সূক্ষ্ম ফুলেল সূচিশিল্প। নীলের সঙ্গে মিশে থাকা গোলাপি ও রুপালি নকশা শাড়িটিকে দিয়েছে অতিরিক্ত দীপ্তি। শাড়ির বর্ডারজুড়ে থাকা ব্রোকারি কাজ নজর কাড়ে প্রথম দেখাতেই।
-
শাড়ির পাড় আর আঁচলে থাকা হালকা উজ্জ্বলতা পুরো লুকটিকে করে তুলেছে আরও রুচিশীল। আলো পড়লে কাপড়ের স্বচ্ছতা আর নকশার ঝিকিমিকি মিলেমিশে তৈরি করে এক অপূর্ব আভা যেন পরীর গল্পের কোনো রাজকন্যা।
-
তানজিন তিশার লুকটিকে আরও পরিপূর্ণ করেছে অনবদ্য নকশার ব্লাউজটি। একই রঙের ব্লাউজে সূক্ষ্ম মেটালিক এমব্রয়ডারি, হাতা জুড়ে ঘন কারুকাজ সব মিলে পুরো পোশাকটিকে সম্পূর্ণ করেছে। ব্লাউজের নেকলাইনটি শোভন, অথচ আকর্ষণীয় যা পরিপাটি গয়নার সঙ্গে এক অসাধারণ ব্যালান্স তৈরি করেছে।
-
শাড়ির নরম রঙের সঙ্গে মিল রেখে গয়নার বাছাই ছিল মার্জিত ও অভিজাত। গলার স্টেটমেন্ট নেকলেসটি পুরো সাজে এনেছে রাজকীয় ছাপ। কানে ছোট দুল আর হাতে হালকা আঙটি সব মিলিয়ে তিনি যেন নিজের ব্যক্তিত্বের সঙ্গে সাজকে একেবারে নিখুঁতভাবে মিলিয়ে নিয়েছেন। ভারি গয়না নয়, বরং সঠিক গয়নাই কীভাবে লুককে উন্নত করতে পারে তার নিখুঁত উদাহরণ এটি।
-
চুল বাঁধা হয়েছে শৈল্পিক বান স্টাইলে পরিপাটি, সিম্পল অথচ ক্ল্যাসিক। যা তার মুখের আকৃতি ফুটিয়ে তুলেছে আরও পরিষ্কারভাবে। নরম মেকআপ, স্নিগ্ধ টোন, আর স্বাভাবিক গ্লো সব মিলিয়ে তার উপস্থিতিটি হয়ে উঠেছে অত্যন্ত মার্জিত।
-
ছবির মার্বেল ব্যাকড্রপ আর নরম আলো শাড়ির রঙ ও কাপড়ের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। পুরো কম্পোজিশনটিই মনে করিয়ে দেয় ফ্যাশন শুধু পোশাক নয়; আলো, পরিবেশ, ভঙ্গি সব মিলিয়ে গড়ে ওঠে সম্পূর্ণ প্রকাশ।