ছবিতে তিশার নীল শাড়ির অনবদ্য সাজ

প্রকাশিত: ১১:১৮ এএম, ২১ নভেম্বর ২০২৫ আপডেট: ১১:১৮ এএম, ২১ নভেম্বর ২০২৫
আধুনিক ফ্যাশনে যখন ট্রেন্ড আর পরীক্ষা-নিরীক্ষার ঢেউ সবচেয়ে উঁচুতে, ঠিক এমন সময়ে এসে চিরায়ত শাড়ির সৌন্দর্যকে অসাধারণ মাধুর্যে ফুটিয়ে তোলেন তানজিন তিশা। তার সাম্প্রতিক এই লুক যেন স্বপ্ন থেকে উঠে আসা কোনো দৃশ্য মোলায়েম আকাশি নীলের ওপর হাতের সূক্ষ্ম কারুকার্য আর তার সঙ্গে শৈল্পিক সাজের নিখুঁত সমন্বয়। পুরো উপস্থিতিটাই এক অনন্য সৌন্দর্যের ঘোষণা। ছবি: তানজিন তিশার ফেসবুক থেকে