শীতের সাজে নজরকাড়া তটিনী
শীত মানেই গাঢ় রঙ আর ভারী পোশাক, এই চেনা ধারণার বাইরে গিয়ে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী তুলে ধরেছেন এক ভিন্ন রকম স্টাইল স্টেটমেন্ট। রঙিন নিট সোয়েটার, আরামদায়ক কার্গো জিন্স আর নরম উল টুপির সমন্বয়ে তার শীতের সাজ হয়ে উঠেছে একদিকে স্বচ্ছন্দ, অন্যদিকে নজরকাড়া। প্রকৃতির সবুজে ঘেরা এই লুকে তটিনী প্রমাণ করেছেন, শীতের ফ্যাশন মানেই কেবল উষ্ণতা নয়; এর ভেতরেও থাকতে পারে রঙ, হালকা ভাব আর নিজস্ব ব্যক্তিত্বের ছাপ। ছবি: ফেসবুক থেকে
-
প্রথমেই চোখে পড়ে তার রঙিন নিট সোয়েটার। গোলাপি, হালকা হলুদ, সাদা ও কালোর জিগজ্যাগ প্যাটার্ন যেন শীতের নিস্তব্ধতায় রঙের ঢেউ। সাধারণত শীতের পোশাকে গাঢ় রঙের আধিপত্য থাকলেও তটিনীর এই পছন্দ সাহসী ও আনন্দমুখর।
-
নিটের টেক্সচার যেমন উষ্ণতা দেয়, তেমনি প্যাটার্নের খেলাও চোখে আরাম আনে। ঢিলেঢালা কাটিং শীতের স্বাচ্ছন্দ্য বজায় রেখেছে, আবার ফিটিং এমন যে স্টাইলিশ ভাবটাও হারায়নি। তার সঙ্গে পরা ডার্ক টোনের কার্গো জিন্স লুকটিকে দিয়েছে ভারসাম্য।
-
কার্গো পকেটের উপস্থিতি লুকটিতে যোগ করেছে ক্যাজুয়াল-আউটডোর ভাইব; যা শীতের দিনের ভ্রমণ, বনভ্রমণ বা নেচার ওয়াকের জন্য একেবারেই মানানসই। আরাম আর ব্যবহারিকতার এই মেলবন্ধনই আধুনিক শীতের ফ্যাশনের মূল কথা।
-
শীতের সাজে উল টুপি যেন এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। তটিনীর মাথায় থাকা হালকা রঙের বিনি টুপিটি পুরো লুকটিকে একত্রে বেঁধে রেখেছে। এটি শুধু ঠান্ডা থেকে রক্ষা করছে না, বরং তার মুখাবয়বকে আরও কোমল করে তুলেছে।
-
মেকআপে কোনো বাড়াবাড়ি নেই। ন্যাচারাল টোন, হালকা লিপ শেড আর পরিষ্কার স্কিন সব মিলিয়ে শীতের দিনের আলোয় স্বাভাবিক সৌন্দর্য। এতে বোঝা যায়, এই লুকের মূল আকর্ষণ পোশাক আর ব্যক্তিত্ব; মেকআপ শুধু সহায়ক। চুল খোলা, হালকা ঢেউ খেলানো প্রকৃতির সঙ্গে মিলেমিশে গেছে অনায়াসে।