শীতের সাজে নজরকাড়া তটিনী

প্রকাশিত: ১১:১৬ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫ আপডেট: ১১:১৬ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫

শীত মানেই গাঢ় রঙ আর ভারী পোশাক, এই চেনা ধারণার বাইরে গিয়ে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী তুলে ধরেছেন এক ভিন্ন রকম স্টাইল স্টেটমেন্ট। রঙিন নিট সোয়েটার, আরামদায়ক কার্গো জিন্স আর নরম উল টুপির সমন্বয়ে তার শীতের সাজ হয়ে উঠেছে একদিকে স্বচ্ছন্দ, অন্যদিকে নজরকাড়া। প্রকৃতির সবুজে ঘেরা এই লুকে তটিনী প্রমাণ করেছেন, শীতের ফ্যাশন মানেই কেবল উষ্ণতা নয়; এর ভেতরেও থাকতে পারে রঙ, হালকা ভাব আর নিজস্ব ব্যক্তিত্বের ছাপ। ছবি: ফেসবুক থেকে