রূপচর্চায় কমলার খোসা
স্বাদে-গুণে ভরপুর কমলা খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। শুধু কমলাই নয়, দারুণ উপকারী এর খোসাও। অনেকেই রূপচর্চায় ব্যবহার করেন উপকারী এই খোসা। ছবি: সংগৃহীত
-
কমলার খোসা ট্যানিং দূর করতে সাহায্য করে। প্রথমে কমলার খোসাগুলো রোদে শুকিয়ে নিন। এরপর গুঁড়ো করে মধুর সঙ্গে মিশিয়ে মুখে লাগান। দশ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার মুখের কালচে ছোপ কেটে যাবে।
-
ব্ল্যাকহেডস দূর করতে কমলার খোসার তুলনা হয় না। কমলার খোসার গুঁড়া দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে লাগালে ব্ল্যাকহেডস দূর হয়।
-
নাক হোক বা মুখের যে কোনও জায়গায় ব্ল্যাকহেডসের সমস্যা থাকলে এই ফেসপ্যাকটি খুব উপকারী হবে। মুখে দশ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। মাত্র কয়েক মিনিটেই হারিয়ে যাবে কালো কালো দাগ।
-
অল্প গোলাপজলে কমলার খোসার গুঁড়ো মিশিয়ে মুখে লাগালে ব্রণের সমস্যা দূর হয়।
-
মসুর ডালের সঙ্গে কমলার খোসা পিষে মুখে লাগালে দাগ দূর হয়। এতে গায়ের রংও উজ্জ্বল হয়।