যে কারণে কাশ্মীরে স্বকীয়তা রাখতে মরিয়া আলেকজান্ডারের সেনার বংশধররা

প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৭ আগস্ট ২০১৯ আপডেট: ০১:১৭ পিএম, ০৭ আগস্ট ২০১৯

খ্রিস্টপূর্ব ৩২৬ অব্দে ভারত অভিযানে এসেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। সিন্ধু নদ অতিক্রম করে গ্রীক বীরের গন্তব্য ছিল গান্ধারের তক্ষশীলা। পথে ঝিলম আর চন্দ্রভাগা নদীর মাঝে হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার-পুরু বৃত্তান্ত বহুচর্চিত ও বহু আলোচিত।