খাসি-দুম্বায় জমজমাট কলকাতার পশুর হাট

প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৫ জুন ২০২৫ আপডেট: ০১:০৬ পিএম, ০৫ জুন ২০২৫

ঈদুল আজহা ঘিরে ধর্মীয় আবেগ আর উৎসবের আমেজে মোড়ানো কলকাতার জাকারিয়া স্ট্রিট। নাখোদা মসজিদের পাশের অস্থায়ী পশুর হাটে নেই গরুর গর্জন, তবে তাতে কমেনি কেনাবেচার উত্তাপ। বরং খাসি আর দুম্বার বৈচিত্র্যেই জমে উঠেছে হাট। ছবি: ধৃমল দও