যে অবিবাহিত সুন্দরীকে নিয়ে থাকবেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী
এই সুন্দরী পড়াশোনায় তুখোড়। অবিবাহিতা ডাকসাইটে সুন্দরীই কি থাকবেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে। এই নিয়ে চলছে নানা ধরণের আলোচনা সমালোচনা। দেখুন সেই সুন্দরীর ছবি।
-
বরিস জনসন। ব্রিটেনের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী আগামী বুধবার থেকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের স্থায়ী বাসিন্দা হবেন। তার সঙ্গে ডাউনিং স্ট্রিটের বাড়িতে থাকবেন এক সুন্দরী। কে এই সুন্দরী? জনসনের সঙ্গে তার কী সম্পর্ক?
-
বেশ কিছু দিন ধরেই বরিসের সঙ্গে ক্যারি সাইমন্ডস নামের বছর ৩১ বছরের এক সুন্দরীর নাম জড়ায়। তাদের সম্পর্কের জল্পনা তুঙ্গে থাকলেও দু’জনের কেউ এই সম্পর্কের কথা স্বীকার করেননি এত দিন।
-
ব্রিটেনের এক নামকরা পত্রিকার প্রধান ম্যাথিউ সাইমন্ডস এবং সেই পত্রিকার এক আইনজীবী জোসেফিন ম্যাকফির মেয়ে ক্যারি সাইমন্ডস লন্ডনেই বড় হয়ে ওঠেন।
-
১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি পশ্চিম লন্ডনের গডলফিন অ্যান্ড লাটিমার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেন।
-
পড়াশোনায় বরাবরই ভাল ক্যারি ২০০৯ সালে ইউনিভার্সিটি অব ওয়ারউইক থেকে থিয়েটার এবং হিস্টরি অব আর্টস নিয়ে প্রথম শ্রেণির ডিগ্রি নিয়ে স্নাতক হন।
-
২০০৯ সালে কনজারভেটিভ হেডকোয়ার্টারে প্রেসের প্রধান হিসেবে ক্যারি সাইমন্ডস কাজ শুরু করেন। মাত্র ২৯ বছর বয়সেই এই তরুণী তার দক্ষতার মাধ্যমে কনজারভেটিভ পার্টির পিআর প্রধান হিসাবে নির্বাচিত হন।
-
২০০৯ সালে কনজারভেটিভ হেডকোয়ার্টারে প্রেসের প্রধান হিসেবে ক্যারি সাইমন্ডস কাজ শুরু করেন। মাত্র ২৯ বছর বয়সেই এই তরুণী তার দক্ষতার মাধ্যমে কনজারভেটিভ পার্টির পিআর প্রধান হিসাবে নির্বাচিত হন।
-
গতবছর এই সুন্দরী কনজারভেটিভ পার্টি ছেড়ে ব্লুমবার্গের ভাইব্রেন্ট ওশান প্রোগ্রামে যোগ দেন।
-
২০১২ সালে কাজের সূত্রেই বরিস এবং ক্যারির আলাপ। ২০১৮ সালে বরিস জনসনের বিবাহবিচ্ছেদ ঘটে। এর পরেই নাকি সম্পর্কে জড়ান বরিস এবং ক্যারি। তবে দু’জনের কেউই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি।
-
ডাউনিং স্ট্রিটের বাড়িতে জনসনের সঙ্গে ক্যারি থাকলে সে দেশের ইতিহাসে এই প্রথমবার দেশের প্রধানমন্ত্রী কোনো অবিবাহিত মহিলার সঙ্গে থাকবেন।