সকালের রোদে ফুলের হাসি
প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০১:২৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪
শীতে প্রকৃতি নিজেকে গুটিয়ে নেয়, পাতা ঝরে ন্যাড়া হয় গাছপালা। কিন্তু এই শীতেই আবার বাগান রঙিন করে তোলে হরেক রকম ফুল। ছবি: জান্নাত শ্রাবণী
-
বাগানে বা আঙিনায় বসন্তের চেয়েও বেশি ফুলের সমাহার ঘটে শীতকালে।
-
যারা ফুলের বাগান করতে ভালোবাসেন তাদের জন্য শীতকাল খুব ভালো। বারান্দায় বা ছাদে অনায়াসে লাগিয়ে ফেলতে পারেন শীতের ফুলগাছগুলো।
-
সকালের রোদে হাসছে রঙিন ফুলগুলো।
-
বাগানের সৌন্দর্য বাড়িয়ে তুলতে কাঠগোলাপের তুলনা হয়না।