‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমারের জন্মদিন আজ
উপমহাদেশের চলচ্চিত্রে ‘ট্র্যাজেডি কিং’ খ্যাত অভিনেতা দিলীপ কুমারের জন্মদিন আজ। তার আসল নাম ইউসুফ খান। ১৯২২ সালের এই দিনে বৃটিশ ভারতের খাইবার পাখতুনখায়, (বর্তমানে পাকিস্তানের পেশোয়ার) জন্মগ্রহণ করেন খ্যাতিমান এই অভিনেতা। ছবি: সংগৃহীত
-
১৯৫৪ সালে ফিল্মফেয়ারের আয়োজনে পুরস্কার শুরু হবার পর তিনিই প্রথম শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন। এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার ইতিহাস তার ঝুলিতে।
-
পেয়েছেন ভারতের পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে সহ আরও অনেক অনেক পদক, পুরস্কার ও সম্মাননা।
-
অমিতাভ বচ্চন তার ব্লগ পোস্টে দিলীপ কুমারকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বিবৃতি দিয়েছিলেন।
-
১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেন দিলীপ কুমার।
-
সায়রা বানুর উপস্থিতিতেই ১৯৮১ সালে দ্বিতীয় বিয়ে করেন ‘ট্র্যাজেডি কিং’। দ্বিতীর স্ত্রীর নাম আসমা সাহিবা। তবে দু’বছর পরে সেই বিয়ে ভেঙে যায়।
-
দিলীপ কুমার ৫৭টি ছবিতে প্রধান চরিত্রে কাজ করেছেন।
-
এছাড়াও তিনি তার ৫৪ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে অনেক ক্যামিও/অতিথি উপস্থিতি এবং অনেক অপ্রকাশিত চলচ্চিত্র করছেন।
-
১৯৯৮ সালের ‘কিলা’ ছিল তার অভিনীত শেষ ছবি।
-
২০২১ সালের ৩০ জুন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন দিলীপ কুমার। এরপর ৭ জুলাই সব সিনেমাপ্রেমীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান দিলীপ কুমার।