শীত কমেছে
দুইদিন ধরে সারাদেশে মাঝারি থেকে তীব্র শীত অনুভূত হয়েছে। আজ শীতের প্রকোপ কিছুটা কম। গতকাল ১০ জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ তা কমে ৬ জেলায় নেমেছে।
-
১০ জানুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.১ ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ে। শৈত্যপ্রবাহ ছিল ১০ জেলায়।
-
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ দিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তাই শীতের প্রকোপ কিছুটা কম থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রবাহ হতে পারে উত্তর ও দক্ষিণের কয়েকটি জেলায়।
-
শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলা সমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
-
শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে।
-
কুড়িগ্রামে শৈত্যপ্রবাহের কবলে বিপর্যস্ত হয়ে পড়েছে নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ। এ জেলায় সব থেকে বেশি কষ্টে আছে ছিন্নমূল মানুষজন।
-
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। ঢাকার তাপমাত্রা নেমেছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে।