পরিযায়ী পাখিতে মুখর রামরাই দিঘি
শীত শুরু হলেই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রামরাই দীঘিতে দলবেঁধে চলে আসে পরিযায়ী পাখিরা। ছবি: তানভীর হাসান তানু
-
বাহারি পাখিদের নিয়ে এবারো পুরো দিঘি সেজেছে নতুন সাজে। পরিযায়ী এসব পাখিদের নিরাপত্তার বিষয়ে সচেতনতার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
-
ঠাকুরগাঁও সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত রাণীশংকৈল উপজেলা। এ উপজেলায় অবস্থিত প্রাচীন রামরাই দীঘি। প্রাচীন জলাশয়গুলোর মধ্যে বৃহত্তম এ দিঘির আয়তন প্রায় ৪২ একর। প্রতিবারের মতো এবারো এই দিঘিতে পাড়ি জমিয়েছে হরেক প্রজাতির পরিযায়ী পাখি।
-
ঝাঁকে ঝাঁকে পাখির সমাগম হয়েছে এখানে। পাখির কলতানে মুখর হয়ে উঠেছে দিঘির চারপাশ। যা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে পাখি প্রেমিকরা।
-
পাখির কিচিরমিচির শব্দ আর ওড়াউড়ির দৃশ্য ধারণে মেতেছেন দর্শনার্থীরা। কেউ কেউ আবার নৌকায় চড়ে পাখিদের দৃশ্য ক্যামেরায় ধারণের চেষ্টা করছেন। তুলছেন সেলফিও।
-
রামরাই দিঘিতে পরিযায়ী পাখির অবাধ বিচরণ নজর কেড়েছে সবার। পরিযায়ী পাখির ডানা ঝাপটানোর দৃশ্যে মুগ্ধ দর্শনার্থীরা।