স্বপ্নবাজ মঈন উদ্দিনের স্বপ্নপূরণ
চট্টগ্রামের মিরসরাইয়ের স্বপ্নবাজ মানুষের নাম প্রবাসী মঈন উদ্দিন। তিনি অস্ট্রেলিয়ান প্রবাসী হয়েও দেশের প্রকৃতির প্রতি ভালোবাসার টানে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায় ৩৫ একর জায়গাজুড়ে গড়ে তুলেছেন ‘হিলসডেল মাল্টি ফার্ম ও মধুরিমা রিসোর্ট’।
-
মঈন উদ্দিন তার বাগান সাজিয়েছেন বৃক্ষ, গুল্ম, বিরুৎ উদ্ভিদসহ সপুষ্পক ও অপুষ্পক প্রায় ৪০ হাজার প্রজাতির গাছ দিয়ে। বাগানের সবচেয়ে বড় আকর্ষণ হরিণ। ছোটবেলা থেকে প্রবাসী মঈন উদ্দিনের বৃক্ষ-তরু-লতার প্রতি অন্যরকম ভালোবাসা ছিল। সেই ভালোবাসাকে পুঁজি করে তা বাস্তবায়নের জন্য যাত্রা শুরু করেন। কিন্তু প্রথম দিকে কিছুটা বেগ পেতে হয়। তবে শেষ করতে সক্ষম হন। ছবি: এম মাঈন উদ্দিন
-
বাগানে হাঁড়িভাঙা, ব্যানানা, মিয়াজাকি, আম্রপালি, কিউজাইসহ প্রায় ১৬০০ আম গাছ আছে। ফুলের মধ্যে দৃষ্টি কাড়ে গাঁদা, সিলভিয়া, চন্দ্রমল্লিকা, স্নোবল, ডায়েন্থাস, রজনীগন্ধা, জিনিয়া, গোলাপ, গ্লাডিওলাস, ডালিয়া, অস্ট্রেলিয়ান বোটল ব্রাশ, সিলভার কুইন, জাকারান্ডা, চন্দ্রপ্রভা, কৃষ্ণচূড়া, চেঞ্জার স্থলপদ্ম, ৪ কালার ফুরুস, হাসনাহেনা, বিদেশি জবা, চাইনিজ পুরি। এসব ফুলের সুগন্ধ যে কারো হৃদয় কাড়বে। ছবি: এম মাঈন উদ্দিন
-
এখানে আছে সাদা ও নীল ১২টি ময়ূর, রাজহাঁস, চিনা হাঁস ও দেশি মুরগির খামার। কলা ও মাল্টার বাণিজ্যিক চাষও শুরু করেছেন এই স্বপ্নবাজ মানুষ। দৃষ্টিনন্দন কারুকাজ বিশিষ্ট বাগানকে ঘিরে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র। প্রতিদিন দূর-দূরান্ত থেকে বাগানটি দেখতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। পরিবার-পরিজন ও বিভিন্ন প্রতিষ্ঠানের বনভোজনের সুবিধা আছে এখানে। ছবি: এম মাঈন উদ্দিন
-
সরকারি নিয়ম-নীতি ও প্রাণিসম্পদ বিভাগের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বেড়ে উঠছে এখানকার হরিণগুলো। হরিণের বিচরণ আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই এখানে ভিড় করেন দর্শনার্থীরা। হরিণগুলোর স্বাভাবিক বেড়ে ওঠা ও রোগবালাই থেকে মুক্ত রাখতে তদারকি করছে স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ। খামারটির নাম দেওয়া হয়েছে ‘হিলসডেল মাল্টি ফার্ম’। ছবি: এম মাঈন উদ্দিন
-
খামারের উদ্যোক্তা অস্ট্রেলিয়া প্রবাসী মঈন উদ্দিন বলেন, ‘১৯৮৬ সাল থেকে ৩৮ বছর প্রবাস জীবনযাপন করেছি। দেশের প্রকৃতির প্রতি ভালোবাসার টানে বাগানটি করেছি। গাছ-গাছালি, হরিণ, ময়ূর, ফুল, বনজ ৪০ হাজার বৃক্ষ দিয়ে সুসজ্জিত আমার স্বপ্নের বাগান। বাণিজ্যিকভাবে খুব বেশি লাভজনক না হলেও প্রকৃতির প্রতি ভালোবাসার টানে বাগানটি করা হয়।’ ছবি: এম মাঈন উদ্দিন