মাঝ দুপুরের বৃষ্টিতে শহরজুড়ে ছাতার আনাগোনা

প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৪ মে ২০২৫ আপডেট: ০৩:৫৩ পিএম, ১৪ মে ২০২৫

ঢাকার আকাশ যেন হুট করেই মন খারাপ করে বসেছে। সকাল থেকেই কালো মেঘে ছেয়ে গিয়েছিল চারদিক। তারপর বেলা বাড়তেই শুরু হয় টিপটিপ বৃষ্টি। কিন্তু যত না রোমান্টিক, তারচেয়ে ঢের বেশি ভোগান্তি নিয়ে আসে এই বৃষ্টি। খুব দ্রুতই তা রূপ নেয় মুষলধারে। আর তখনই শুরু হয় শহরের নিয়মিত এক নাটক ছাতা মাথায় দৌড়ানো মানুষ, জমে থাকা পানি আর যানজটে স্থবির হয়ে পড়া নগরজীবন। ছবি: মাহবুব আলম