ঢাকার আকাশে কালো মেঘ, বৃষ্টি নিয়ে এলো শহরে শান্তির বার্তা
ঢাকার আকাশ আজ যেন রঙের বদলে আবেগে ঢেকে গেছে। গরমে হাঁসফাঁস করা শহর হঠাৎই ক্লান্তিমোচনের মতো পেয়ে গেল একটানা কালো মেঘের ছায়া। কখনো গম্ভীর নীরবতা, কখনো ঝিরিঝিরি বৃষ্টির শব্দ সব মিলিয়ে শহর যেন আজ ধীরে চলার ছুটিতে। ছবি: মাহবুব আলম
-
সকালের আলো ফুঁড়ে উঠলেও, আকাশে ছড়ানো মেঘ বলছে অন্য গল্প।
-
কেউ অফিসের পথে হঠাৎ বৃষ্টিতে ভিজে খানিকটা হালকা, কেউ আবার ছাদে বসে চায়ের কাপে গলিয়ে নিচ্ছে বিষণ্ণতা।
-
রাস্তাঘাটে কমে এসেছে কোলাহল, ছাতা হাতে ভিজতে ভিজতে হেঁটে চলেছে মানুষ, এ যেন ব্যস্ততার মাঝে প্রকৃতির পাঠানো ক্ষণিকের থেমে থাকার ডাক।
-
এই বৃষ্টির দিনে হয়তো ট্র্যাফিক বাড়ে, জ্যামে নাকাল হতে হয় অনেককে, কিন্তু তবুও এমন আবহে ঢাকার চিরচেনা চেহারায় আসে এক ধরনের নরমতা।
-
এই বৃষ্টি কেবল পানি ঝরায় না, সঙ্গে করে আনে স্মৃতি, মনখারাপ, কিছু না বলা ভালো লাগা। কেউ হয়তো বারান্দায় বসে ভাবছে প্রিয় কাউকে নিয়ে, কেউ হয়তো এক কাপ গরম চায়ে খুঁজছে কিছুটা আরাম।