সকালবেলার শ্রাবণ ধারা, অফিসযাত্রায় কান্না ছোঁয়া
প্রকাশিত: ১১:২৯ এএম, ২২ মে ২০২৫
আপডেট: ১১:২৯ এএম, ২২ মে ২০২৫
সকালের আকাশটা হঠাৎ করেই ভিজে উঠেছিল শ্রাবণের ছোঁয়ায়। শহরের ঘুম ভাঙার আগেই মেঘের গর্জন আর টুপটাপ বৃষ্টির শব্দ জানান দিয়ে গেল আজকের দিনের চেহারা। একদিকে প্রকৃতির কোমল বর্ষণ, অন্যদিকে কর্মব্যস্ত নগরবাসীর ক্লান্ত ছুটে চলা-এতেই ব্যস্ত এই শহর যেন হারিয়ে ফেলেছে নিজের গতি। ছবি: মাহবুব আলম
-
অফিসে পৌঁছাতে ব্যস্ত মানুষগুলোর কারোর হাতে ছাতা, কারোর বা কাগজে মোড়ানো মাথা; কেউবা ভিজে একাকার হয়ে দাঁড়িয়ে ছিলেন বাসস্ট্যান্ডে।
-
হঠাৎ বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছাতা বা রেইনকোট ছাড়া বের হওয়া মানুষজন।
-
আজ সড়কে বাস ও প্রাইভেট গাড়ির সংখ্যা ছিল তুলনামূলক কম, তবে বৃষ্টির মধ্যেই জরুরি কাজে বের হওয়া মানুষ ছিল চোখে পড়ার মতো।
-
বৃষ্টিতে প্রকৃতি সতেজ হয়েছে, তবে শহরজীবনের গতি থমকে গেছে।