সকালবেলার শ্রাবণ ধারা, অফিসযাত্রায় কান্না ছোঁয়া

প্রকাশিত: ১১:২৯ এএম, ২২ মে ২০২৫ আপডেট: ১১:২৯ এএম, ২২ মে ২০২৫

সকালের আকাশটা হঠাৎ করেই ভিজে উঠেছিল শ্রাবণের ছোঁয়ায়। শহরের ঘুম ভাঙার আগেই মেঘের গর্জন আর টুপটাপ বৃষ্টির শব্দ জানান দিয়ে গেল আজকের দিনের চেহারা। একদিকে প্রকৃতির কোমল বর্ষণ, অন্যদিকে কর্মব্যস্ত নগরবাসীর ক্লান্ত ছুটে চলা-এতেই ব্যস্ত এই শহর যেন হারিয়ে ফেলেছে নিজের গতি। ছবি: মাহবুব আলম