টাঙ্গাইলে পলিনেট হাউসে টমেটো চাষে সফল গৃহিনী
ঘরের কাজ সামলে মাঠেও দাপট দেখাচ্ছেন টাঙ্গাইলের এক সাহসী নারী। পলিনেট হাউস পদ্ধতিতে টমেটো চাষ করে শুধু নিজের পায়ে দাঁড়িয়েই নেননি, হয়েছেন আশপাশের নারীদের অনুপ্রেরণাও। আধুনিক প্রযুক্তির ব্যবহার আর পরিশ্রমকে সঙ্গী করে বদলে ফেলেছেন নিজের জীবনের গল্প। ছবি: আব্দুল্লাহ আল নোমান
-
সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউজে টমেটোর আবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন। তার দেখাদেখি অনেকেই স্বপ্ন দেখছেন সবজি আবাদে।
-
সরকারি সহযোগিতায় সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউজে এবার টমেটোর আবাদ করেন। বাজারে সাধারণ টমেটোর দাম ২০ টাকা কেজি হলেও তার টমেটো বিক্রি করেছেন ৫০ টাকা কেজি দরে।
-
লাল টকটকে ও পোকার আক্রমণ বা কোনো দাগ না থাকায় দেখতে যেমন সুন্দর; তেমনই স্বাদের দিক থেকেও অতুলনীয়। মাত্র ২০ হাজার টাকা খরচ করে তিনি বিক্রি করেছেন ১ লাখ ২০ হাজার টাকা।
-
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে টাঙ্গাইলে ৬৮০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। ফলন এসেছে ১১ হাজার ৩৭৫ মেট্রিক টন। এবার বাজারে টমেটোর দাম অনেক কম ছিল। তারপরও পরিকল্পিত উপায়ে টমেটোর আবাদ করায় অনেকেই লাভবান হয়েছেন।