বৃষ্টির ফোঁটায় শীতল ছোঁয়া, আবারও ভেজা পায়ে অফিসযাত্রা

প্রকাশিত: ০৮:০২ এএম, ০২ জুন ২০২৫ আপডেট: ০৮:০২ এএম, ০২ জুন ২০২৫

ভোর হতেই আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। চারদিক ধূসর, রোদ নেই, বাতাসে ছিল ঠান্ডা ছোঁয়া। এরপর একটানা ঝুম বৃষ্টি। গরমে ক্লান্ত শহরের জন্য এটি ছিল একটুখানি শান্তির পরশ। কিন্তু সেই শান্তিই পাল্টে গেল যখন ঘড়ির কাঁটা অফিসে ছুটে চলার তাগিদ দিল। ছবি: জান্নাত শ্রাবণী