ধান নয়, পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

প্রকাশিত: ০৭:৫৬ এএম, ০৬ জুন ২০২৫ আপডেট: ০৭:৫৬ এএম, ০৬ জুন ২০২৫

এক জীবনের সব আশা গেঁথেছিলেন সোনালি ধানে। মাঠের পর মাঠ জুড়ে যে ফসল, তা শুধু খাদ্য নয়-ছিল সন্তানের পড়াশোনা, সংসারের ভরণপোষণ আর জীবনের ছোট ছোট স্বপ্ন পূরণের অবলম্বন। কিন্তু হঠাৎ হুরাসাগরের পানিতে সব ভেসে গেল। সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন শতাধিক কৃষকের চোখের সামনে তলিয়ে গেছে প্রায় ৭৫০ বিঘা জমির পাকা ও আধপাকা ধান। জমিতে এখন নৌকা চলে, আর কৃষকের চোখে জমে থাকে কান্না। যাদের ঘাম ঝরেছে সারাবছর, তাদের হাত এখন শূন্য, মন ভরা হাহাকার। ছবি: এম এ মালেক