ধান নয়, পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন
এক জীবনের সব আশা গেঁথেছিলেন সোনালি ধানে। মাঠের পর মাঠ জুড়ে যে ফসল, তা শুধু খাদ্য নয়-ছিল সন্তানের পড়াশোনা, সংসারের ভরণপোষণ আর জীবনের ছোট ছোট স্বপ্ন পূরণের অবলম্বন। কিন্তু হঠাৎ হুরাসাগরের পানিতে সব ভেসে গেল। সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন শতাধিক কৃষকের চোখের সামনে তলিয়ে গেছে প্রায় ৭৫০ বিঘা জমির পাকা ও আধপাকা ধান। জমিতে এখন নৌকা চলে, আর কৃষকের চোখে জমে থাকে কান্না। যাদের ঘাম ঝরেছে সারাবছর, তাদের হাত এখন শূন্য, মন ভরা হাহাকার। ছবি: এম এ মালেক
-
তিন শতাধিক কৃষকের প্রায় ৭৫০ বিঘা জমির ধান এখন পানির ঢেউয়ে কুড়ান অসহায় স্বপ্ন।
-
নন্দলালপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম রওশনের কান্না জড়িত কণ্ঠে বলেন, ১১ বিঘা জমিতে বোরো ধান করছিলাম। ধান কাটা শুরু করবার কথা ছিল, কিন্তু হঠাৎ পানি আইসা সব তলাইয়া নিছে। এখন না খাইয়া থাকতে হইব মনে হয়।
-
খেতের মধ্যে এখন কোমর সমান পানিতে দাঁড়িয়ে কোনো রকমে ধান কাটছেন কৃষকরা। কোথাও আবার নৌকা ভাসিয়ে তোলা হচ্ছে ক্ষেতের ধান।
-
তবে অনেকে বলছেন, শ্রমিক পাওয়া যাচ্ছে না। কারণ কেউ পানিতে নেমে কাজ করতে রাজি নন।
-
একদিকে চোখের সামনে ফসল তলিয়ে যাওয়া, অন্যদিকে ভবিষ্যতের অনিশ্চয়তা-এই দুই মিলে নিঃশব্দ এক বিপর্যয়ে নিমজ্জিত শাহজাদপুরের কৃষিজীবী মানুষ।