ঘাম ঝরানো দুপুরে হঠাৎ বৃষ্টির ছোঁয়ায় বদলে গেল শহরের গল্প
দুপুর গড়াতেই সূর্য যেন আরও কাছে চলে এসেছিল। গরমের তীব্রতায় রাজপথ ছিল প্রায় নিস্তব্ধ, ঘামে ভেজা মুখগুলো খুঁজছিল একটু স্বস্তি। হঠাৎ করেই আকাশের রং বদলাতে শুরু করে, একটানা ভ্যাপসা গরমের পর যেন প্রকৃতি নিজেই ঘোষণা দিল বিরতির। মেঘে ঢাকা আকাশ থেকে ঝরে পড়ল ঝুম বৃষ্টি, আর তার সঙ্গে সঙ্গে বদলে গেল ঢাকার চেনা রূপ। সেই মুহূর্তে শহরের কোলাহল মিশে গেল বৃষ্টির শব্দে, ক্লান্ত রাস্তাগুলো যেন পেল নতুন প্রাণ। বাবুবাজার ব্রিজ থেকে দেখা শহরটা তখন আর আগের মতো থাকল না; বৃষ্টির ছোঁয়ায় ঢাকা পেল এক অন্যরকম গল্প। লেখা: জান্নাত শ্রাবণী; ছবি: মাহবুব আলম
-
গরমে নাকাল রাজধানীবাসী যখন চেয়ে ছিল একটুখানি বৃষ্টির আশায়। তখনই দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ল ঘন কালো মেঘ। মুহূর্তেই বদলে গেল দিনের রঙ।
-
ধূসর আকাশ আর হালকা হাওয়ার সঙ্গে সঙ্গে শহরে যেন নেমে এলো এক অনিবার্য প্রশান্তি।
-
বাবুবাজার ব্রিজ থেকে তোলা ছবিতে ধরা পড়েছে এই বদলে যাওয়া শহরের রূপ। ব্রিজের ওপরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে একদিকে ঘোলা পদ্মার বুক জুড়ে ছুটে চলা ঢেউ, আর অন্যদিকে কালো মেঘে ঢাকা আকাশ থেকে ঝরছে ঝুম বৃষ্টি। বৃষ্টির সেই ছোঁয়ায় যেন ধুয়ে যাচ্ছে রাস্তাঘাট, মানুষের ক্লান্ত মন আর গরমের যন্ত্রণা।
-
রাস্তায় তখন অনেকেই ছাতা না থাকায় আশ্রয় নিয়েছেন দোকানের ছাউনি কিংবা গাছের নিচে। কেউ আবার মাথা ভিজিয়ে হেঁটে চলেছেন বৃষ্টির গান গুনগুনিয়ে।
-
এই আকস্মিক বৃষ্টিতে যদিও যানজটে কিছুটা সমস্যা তৈরি হয়, তবুও মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। কারণ শুধু বৃষ্টি নয়, এই মুহূর্ত যেন হয়ে উঠেছিল শহরের এক নতুন জীবনচিত্র; যেখানে কৃত্রিমতার ভিড়েও প্রকৃতির একটা আলতো ছোঁয়া আছে এখনো।
-
বাবুবাজার ব্রিজ থেকে দেখা সেই দৃশ্য শুধু ছবি নয়, এক শহুরে আবেগ। গরমে ক্লান্ত মানুষের মনে হঠাৎ পাওয়া কিছু প্রশান্তির মুহূর্ত। এই বৃষ্টি কেবল শরীর ঠান্ডা করে না, মনকেও ছুঁয়ে যায় নীরবে।