ঘাম ঝরানো দুপুরে হঠাৎ বৃষ্টির ছোঁয়ায় বদলে গেল শহরের গল্প

প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৬ জুন ২০২৫ আপডেট: ০৩:৪৭ পিএম, ১৬ জুন ২০২৫

দুপুর গড়াতেই সূর্য যেন আরও কাছে চলে এসেছিল। গরমের তীব্রতায় রাজপথ ছিল প্রায় নিস্তব্ধ, ঘামে ভেজা মুখগুলো খুঁজছিল একটু স্বস্তি। হঠাৎ করেই আকাশের রং বদলাতে শুরু করে, একটানা ভ্যাপসা গরমের পর যেন প্রকৃতি নিজেই ঘোষণা দিল বিরতির। মেঘে ঢাকা আকাশ থেকে ঝরে পড়ল ঝুম বৃষ্টি, আর তার সঙ্গে সঙ্গে বদলে গেল ঢাকার চেনা রূপ। সেই মুহূর্তে শহরের কোলাহল মিশে গেল বৃষ্টির শব্দে, ক্লান্ত রাস্তাগুলো যেন পেল নতুন প্রাণ। বাবুবাজার ব্রিজ থেকে দেখা শহরটা তখন আর আগের মতো থাকল না; বৃষ্টির ছোঁয়ায় ঢাকা পেল এক অন্যরকম গল্প। লেখা: জান্নাত শ্রাবণী; ছবি: মাহবুব আলম