ঝিরঝিরে বৃষ্টির ছোঁয়ায় আষাঢ় এসে ধরা দিল ব্যস্ত নগরীতে

প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৭ জুন ২০২৫ আপডেট: ০২:১৭ পিএম, ১৭ জুন ২০২৫

গরমে হাঁসফাঁস করা রাজধানী যেন আজ সকালে একটু নিঃশ্বাস ফেলেছে স্বস্তিতে। আষাঢ়ের তৃতীয় দিনে ঢাকার আকাশ ভরে উঠেছে মেঘে, আর সেই মেঘের কোলে নেমে এসেছে ঝিরঝিরে এক কোমল বৃষ্টি। ব্যস্ত নগরীর ক্লান্ত পথ, যানজট আর হর্নের শব্দের মাঝেও আজ যেন এক টুকরো নরম আচ্ছাদন ছড়িয়ে দিয়েছে প্রকৃতি। বাড্ডা লিংকরোডের রাস্তায় ধীরে ধীরে এগিয়ে চলা রিকশা, ভেজা পিচঢালা পথে ছুটে চলা অফিসযাত্রী, আর ছাতার নিচে দাঁড়িয়ে বৃষ্টির ছন্দ শুনতে থাকা পথচারী; সব কিছুতেই আজ ধরা পড়েছে আষাঢ়ের আবির্ভাব। এটা শুধু এক দিনের বৃষ্টি নয়, যেন ঋতুর রূপ পাল্টে যাওয়ার মুগ্ধ মুহূর্ত, যা নগরবাসীর ব্যস্ত জীবনে এনে দেয় এক চিলতে প্রশান্তি। লেখা: জান্নাত শ্রাবণী, ছবি: মাহবুব আলম