ঝিরঝিরে বৃষ্টির ছোঁয়ায় আষাঢ় এসে ধরা দিল ব্যস্ত নগরীতে
গরমে হাঁসফাঁস করা রাজধানী যেন আজ সকালে একটু নিঃশ্বাস ফেলেছে স্বস্তিতে। আষাঢ়ের তৃতীয় দিনে ঢাকার আকাশ ভরে উঠেছে মেঘে, আর সেই মেঘের কোলে নেমে এসেছে ঝিরঝিরে এক কোমল বৃষ্টি। ব্যস্ত নগরীর ক্লান্ত পথ, যানজট আর হর্নের শব্দের মাঝেও আজ যেন এক টুকরো নরম আচ্ছাদন ছড়িয়ে দিয়েছে প্রকৃতি। বাড্ডা লিংকরোডের রাস্তায় ধীরে ধীরে এগিয়ে চলা রিকশা, ভেজা পিচঢালা পথে ছুটে চলা অফিসযাত্রী, আর ছাতার নিচে দাঁড়িয়ে বৃষ্টির ছন্দ শুনতে থাকা পথচারী; সব কিছুতেই আজ ধরা পড়েছে আষাঢ়ের আবির্ভাব। এটা শুধু এক দিনের বৃষ্টি নয়, যেন ঋতুর রূপ পাল্টে যাওয়ার মুগ্ধ মুহূর্ত, যা নগরবাসীর ব্যস্ত জীবনে এনে দেয় এক চিলতে প্রশান্তি। লেখা: জান্নাত শ্রাবণী, ছবি: মাহবুব আলম
-
বর্ষার রাজত্বের শুরুতেই রাজধানী ঢাকায় যেন নেমেছে মেঘের নরম ছোঁয়া। সকাল হতেই মেঘলা আকাশের নিচে থেমে থেমে ঝিরি ঝিরি বৃষ্টি, যেন প্রকৃতির নিজস্ব সঙ্গীতে এক ধীরলয়ের সকাল।
-
বাড্ডার লিংকরোড এলাকা থেকে তোলা ছবিতে দেখা যায়, আকাশের ধূসর ছায়া মিশে আছে কাঁচভেজা রাস্তায়, ছাতা মাথায় হাঁটা পথচারী কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভেজা রিকশাচালকের মুখে তবুও প্রশান্তির রেখা।
-
গরমে হাঁসফাঁস করা ঢাকা যেন এই বৃষ্টিতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
-
এই ঝিরি ঝিরি বৃষ্টির ধারা বড় বেখেয়ালি। কখনো নরম, কখনো একটু জোরে ঝরে পড়া। ঘরের জানালা খুলে অনেকেই আজ সকালটা কাটিয়েছেন এক কাপ চায়ে ভিজে যাওয়া আকাশের দিকে তাকিয়ে।
-
আষাঢ় মানেই তো এমন বৃষ্টির গল্প। ছেলেবেলার বইয়ের পাতায় যেভাবে আষাঢ় এসেছিল, ‘মেঘের পরে মেঘ জমেছে’ ঠিক তেমনই আজকের ঢাকা।
-
কর্মব্যস্ত এই শহর কিছু সময়ের জন্য যেন থমকে গেছে এক মেঘলা আয়েশে। অফিসের তাড়াহুড়ো, যানজট, ক্লান্ত মুখ; সবকিছুই যেন বৃষ্টির কোমলতায় কিছুটা ধীর হয়ে এসেছে।
-
কারোর কাছে এই বৃষ্টি ভেজা সকাল ভালোবাসার, কারোর কাছে নস্টালজিয়ার, আবার কারোর কাছে অফিসে পৌঁছানোর দুর্ভোগ। কিন্তু তারপরও ঢাকার আষাঢ় যেন একটুকরো রোমান্টিক বিষণ্ণতা নিয়ে আসে প্রতি বছর, আর আজও তার ব্যতিক্রম হয়নি।
-
বাড্ডা, মহাখালী, বনানী কিংবা ধানমন্ডি-নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, সবখানেই ছিল বৃষ্টির শীতল পরশ।