প্রাকৃতিক সৌন্দর্যে গ্রামবাংলার হৃদস্পন্দন শাপলা ফুল
বাংলার প্রত্যন্ত অঞ্চলে বর্ষা এলে শুধু মাটি নয়, হৃদয়ও জেগে ওঠে। আর সেই জাগরণের নিঃশব্দ সাক্ষী হয়ে ওঠে এই শাপলা ফুল। সাদায়, গোলাপিতে কিংবা রক্তিম লাল রঙে সে জানান দেয় প্রকৃতির শুদ্ধ সৌন্দর্যের গল্প। ছবি: জাগো নিউজ
-
শাপলা শুধু ফুল নয়-এ এক অনুভব, এক শেকড়ের টান। আমাদের মাটির গল্প, জলভরা চোখের মতো কোমল।
-
শাপলার স্বাদেও আছে নস্টালজিয়া; মায়ের হাতের রান্না, ছোটবেলার পুকুরে ডুব কিংবা গ্রামের হাট থেকে কেনা কাঁচা শাকের ঘ্রাণ।
-
আজকাল শহরেও শাপলা ফিরে এসেছে নতুন রূপে কখনো হেয়ার অ্যাকসেসরিতে, কখনো ঘর সাজাতে বা শিল্পকর্মে। বাংলার জলজ এই সৌন্দর্য এখন হয়ে উঠেছে লাইফস্টাইলের অংশও।
-
শাপলা হাতে মন্ত্রমুগ্ধ এক তরুণী। নীরব, শান্ত এক দুপুরে শাপলা হয়ে উঠতে পারে আপনার মানসিক প্রশান্তির দিশারি।
-
শাপলা আমাদের শিকড়, আমাদের নরম স্বপ্ন।
-
আধুনিক জীবনের কোলাহলে একটু থেমে তাকান-এই ফুল আপনাকে নিয়ে যাবে সেই সরল জীবনের কাছে, যেখানে প্রকৃতি এখনো কথা বলে।