বসার ঘরের শোভা হতে পারে এদেরই কেউ, ছবিতে দেখুন ইনডোর প্ল্যান্ট
নির্ঝঞ্ঝাট এক টুকরো সবুজ চাই ঘরের কোণে? একটু রঙ, একটু প্রশান্তি, একটু ভিন্ন স্বাদ তাহলে ইনডোর প্ল্যান্ট হতে পারে আপনার সেরা সঙ্গী। জাতীয় বৃক্ষমেলা ও পরিবেশ মেলা ২০২৫-এ দেখা মিলছে এমনই সব বাহারি অর্কিডের, যেগুলো ঘরের সাজে আনে সৌন্দর্য আর পরিবেশে দেয় স্বস্তি। ডেনড্রোবিয়াম, ক্যাটলেয়া, ভাণ্ডার মতো প্রজাতির অর্কিড ঝুলছে স্টলজুড়ে, রঙিন পাপড়ির নীরব ভাষায় বলছে সৌন্দর্যের গল্প। ছবিতে দেখে নিন এই অনন্য ইনডোর গাছগুলোর কিছু মোহময় মুহূর্ত। ছবি: অধরা মাধুরী
-
ইনডোর উদ্ভিদের দৃষ্টিনন্দন সংগ্রহের মাঝে সবচেয়ে বেশি নজর কেড়েছে অর্কিডের বাহারি উপস্থিতি।
-
সুশ্রী ঝুলন্ত টবে সাজানো ভান্ডা, ক্যাটলেয়া, ডেনড্রোবিয়ামসহ নানা জাতের অর্কিড যেন প্রাকৃতিক শোভা ও সৌন্দর্যের অনন্য নিদর্শন হয়ে উঠেছে।
-
স্টলে স্টলে রঙের খেলা।
-
কোথাও হালকা গোলাপি, কোথাও গাঢ় বেগুনি, কোথাও আবার হলুদের সঙ্গে সাদা ছাপ-প্রতিটি গাছের সৌন্দর্য যেন আলাদা ভাষায় কথা বলে।
-
ঘরের কোণে, জানালার পাশে কিংবা বারান্দার ঝুলন্ত কোনে-এই গাছগুলো শুধু চোখে শান্তি দেয় না, ঘরের বাতাসও রাখে পরিষ্কার ও সতেজ।
-
নার্সারি মালিকদের মতে, অর্কিড এখন আর শুধুই শখের বিষয় নয়, বরং শহরের ব্যস্ত জীবনে একটুকরো প্রশান্তি খুঁজে নেওয়ার মাধ্যম।
-
অল্প রোদের আলো, সামান্য যত্ন আর ভালোবাসা পেলেই ক্যাকটাসেও ফুল ফোটে।
-
বিশেষ করে ভান্ডা বা ডেনড্রোবিয়াম প্রজাতির অর্কিডগুলো বাংলাদেশের আবহাওয়ায় বেশ মানিয়ে নেয়।
-
এছাড়া মেলায় পাওয়া যাচ্ছে ইনডোর প্ল্যান্টের জন্য বিশেষ পাত্র, ছাঁটাই যন্ত্র ও সার। অনেকে মেলা থেকেই কিনে নিচ্ছেন একাধিক জাতের গাছ এবং সঙ্গে সংগ্রহ করছেন প্রয়োজনীয় টিপসও।
-
এই মেলায় শুধু গাছ নয়, গাছ ঘিরে মানুষ যে কতটা ভালোবাসা ও রুচি নিয়ে ভাবতে পারে তারই এক অনুপম প্রতিচ্ছবি হয়ে উঠেছে ইনডোর প্ল্যান্টের এই গ্যালারি।