সবুজের টানে মানুষের ভিড়, শেরেবাংলা নগরে জমজমাট বৃক্ষমেলা
বৃক্ষমেলা শুধু গাছ কেনাবেচার আয়োজন নয়, প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক বন্ধনের এক অনন্য উৎসব। এ যেন এক ‘সবুজের উৎসব’। রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে চলমান মাসব্যাপী বৃক্ষমেলা এখন পরিণত হয়েছে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলায়। প্রতিদিনই মেলায় ভিড় করছেন নানান বয়সী মানুষ। ছোটরা মুগ্ধ বিস্ময়ে দেখছে অচেনা ফলের গাছ, বড়রা খুঁজছেন ছায়াদানকারী বৃক্ষ কিংবা টবে মানানসই গৃহসজ্জার গাছ। ছবি: মাহবুব আলম
-
২৫ জুন থেকে শুরু হওয়া জাতীয় বৃক্ষমেলাটি এবার হচ্ছে শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় অবস্থিত পুরনো বাণিজ্যমেলার মাঠে। মেলা চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত।
-
মাসব্যাপী এই আয়োজনকে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরেছে পুরো এলাকাজুড়ে। শহরের কংক্রিটের ক্লান্ত মানুষ যেন একটু সবুজ আশ্রয়ের খোঁজেই ছুটে আসছেন এখানে।
-
মেলাপ্রাঙ্গণে প্রবেশ করতেই চোখে পড়ে সবুজ গাছপালার সারি। দেশি-বিদেশি নানা জাতের গাছ সাজানো হয়েছে পরিপাটি করে।
-
আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, ড্রাগন, তেঁতুল, কামরাঙা থেকে শুরু করে দুর্লভ প্রজাতির ক্যাকটাস কিংবা বোনসাইও রয়েছে অনেক স্টলে।
-
শুধু ফলদ গাছ নয়, রয়েছে ঔষধি ও বনজ গাছের বিশাল সংগ্রহ। বিভিন্ন নার্সারি ও প্রতিষ্ঠান তাদের সর্বোচ্চ সম্ভার নিয়ে হাজির হয়েছে এবারের মেলায়।
-
মেলায় এসে দেখা গেল, শিশুদের চোখে মুখে এক ধরনের খেলা আর বিস্ময়। অচেনা গাছ দেখে কেউ প্রশ্ন করছে বাবা-মাকে, কেউবা মুগ্ধ হয়ে হাত বুলিয়ে নিচ্ছে পাতায় পাতায়।
-
এক শিশুর মুখে শোনা গেল, ‘এই গাছ থেকে চকোলেট হয়?’ আশপাশে দাঁড়ানো অভিভাবকরা হেসে উঠলেন। এই বাচ্চাদের মধ্যেই গড়ে উঠছে ভবিষ্যতের প্রকৃতিপ্রেম।
-
প্রকৃতির কাছে ফেরা এই আয়োজন যেন শুধুই গাছ কেনাবেচা নয়, বরং মানুষ ও গাছের মধ্যকার হারিয়ে যাওয়া সম্পর্ক আবার নতুন করে গড়ার এক প্রয়াস।
-
প্রকৃতির কাছে ফেরা এই আয়োজন যেন শুধুই গাছ কেনাবেচা নয়, বরং মানুষ ও গাছের মধ্যকার হারিয়ে যাওয়া সম্পর্ক আবার নতুন করে গড়ার এক প্রয়াস।
-
বয়স্ক কেউ খুঁজছেন হারিয়ে যাওয়া দেশি প্রজাতির গাছ, কেউবা নিজের ছাদবাগান সাজানোর জন্য সংগ্রহ করছেন বাহারি টবগাছ।
-
মেলায় প্রতিদিনই বসছে বিভিন্ন সচেতনতামূলক কর্মশালা, সেমিনার ও পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা। ‘এক গাছ, এক জীবন’ স্লোগান নিয়ে মেলার অনেক স্টলে ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলছেন পরিবেশবিদ ও নার্সারির অভিজ্ঞরা। তারা জানাচ্ছেন, কোন গাছ কোথায় লাগানো ভালো, কেমন যত্ন প্রয়োজন, কীভাবে পরিবেশবান্ধব জীবনযাপন করা যায়।
-
বৃক্ষমেলা মানে শুধুই গাছ কেনার জায়গা নয়; এটা একটি সংস্কৃতি, যা আমাদের শিকড়ের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তোলে। রাজধানীর কোলাহলপূর্ণ জীবনযাপনে এমন এক আয়োজন শুধুই স্বস্তি নয়, বরং এক অনুপ্রেরণা; জেগে ওঠো, গাছ লাগাও, প্রকৃতিকে ভালোবাসো। শেরেবাংলা নগরের এই বৃক্ষমেলায় প্রতিটি বৃক্ষ যেন একটি আশার প্রতীক, প্রতিটি পদচারণা যেন সবুজের জন্য একটি নতুন প্রতিশ্রুতি।