রোদ থেকে বৃষ্টি, মুহূর্তেই বদলে গেল ঢাকার চিত্র

প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০২ জুলাই ২০২৫ আপডেট: ০৩:৫১ পিএম, ০২ জুলাই ২০২৫

দুপুর গড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। ঢাকার আকাশে তখনও রোদের ঝলক, ফুটপাতে পসরা সাজিয়ে বসা দোকানিরা ব্যস্ত বিক্রিতে, রাস্তায় চলমান মানুষগুলো ঘামে ভেজা মুখে এগিয়ে যাচ্ছেন যার যার গন্তব্যের দিকে। সবকিছুই ছিল চিরচেনা গতিতে, যেন নিখুঁত এক রুটিন। কিন্তু হঠাৎ করেই বদলে যায় দৃশ্যপট।নির্বিকার আকাশ মুহূর্তেই ঢেকে যায় ঘন কালো মেঘে। সূর্যের আলো ম্লান হয়ে আসে এক অজানা ইঙ্গিতে। চোখের পলকেই নামতে শুরু করে বৃষ্টি; প্রথমে টুপটাপ, তারপর এক ঝুম বৃষ্টি। লেখা: জান্নাত শ্রাবণী; ছবি: মাহবুব আলম