শহরের গল্পে এক বুনো অতিথি
ঢাকার ব্যস্ততম এলাকায় প্রতিদিন হাজারো মানুষের পদচারণা, যানজট আর ধোঁয়ায় ভারী বাতাস-এই চিত্রই যেন আমাদের নগরজীবনের পরিচয়। অথচ সেই চেনা দৃশ্যেই হঠাৎ দেখা গেল এক অচেনা চরিত্র-একটি বানর। বেইলি রোডের গাছের ডালে বসে সে ফুল ছিঁড়ে খাচ্ছে, নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে চারপাশের কোলাহলে। পথচারীরা থমকে যাচ্ছে, মোবাইলে ছবি তুলছে, কেউবা বিস্ময়ে তাকিয়ে থাকছে। এই ব্যস্ত শহরের কোলাহলের ভিড়ে এই এক টুকরো ‘বন্যতা’ যেন আমাদের ভুলে যাওয়া প্রকৃতির কথা আবার নতুন করে মনে করিয়ে দিল। ছবি: মাহবুব আলম
-
ঢাকার বেইলি রোড, যা সাংস্কৃতিক চর্চা, থিয়েটার আর ক্যান্টিনের জন্য পরিচিত, সেই ব্যস্ত সড়কে এখন নজর কাড়ছে অন্য এক বিষয়-গাছে বসে থাকা বানর! সাধারণত ঢাকায় খাঁচার বাইরে বানর দেখা এখন বিরল ঘটনা। অথচ এই বানরটি একাই দিব্যি গাছে চড়ে ফুল ছিঁড়ে খাচ্ছে, পথচারীদের কেউ কেউ দাঁড়িয়ে দেখছেন, কেউ আবার ছবি তুলছেন।
-
এই দৃশ্য দেখে প্রথমে অনেকেই অবাক হন। কেউ ভাবেন, হয়তো সার্কাস থেকে পালিয়ে এসেছে। আবার কেউ কেউ বলেন, পাশের কোনো পাহাড়ি এলাকা থেকে নেমে আসা বন্য প্রাণী। তবে যাই হোক, তার এই ফুল খাওয়ার কাণ্ড যেন প্রকৃতির সঙ্গে নগরের বিরল সংযোগ তৈরি করে দিয়েছে।
-
বানরটিকে বেশি আগ্রহী দেখা গেছে গাছের ছোট ছোট লাল-হলুদ ফুলের প্রতি। বিশেষজ্ঞরা বলছেন, অনেক প্রজাতির ফুলেই প্রাকৃতিক মিষ্টতা থাকে, যা কিছু বন্য প্রাণীর কাছে আকর্ষণীয় হতে পারে। তাছাড়া ফুলে থাকা কচি কুঁড়িও হতে পারে এর প্রধান টার্গেট।
-
ঘটনার একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন, ‘ঢাকার ধুলোবালি আর কংক্রিটের মাঝে একটু সবুজ আর প্রাণ দেখলাম।’