শহরের গল্পে এক বুনো অতিথি

প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৫ জুলাই ২০২৫ আপডেট: ০৩:০৯ পিএম, ০৫ জুলাই ২০২৫

ঢাকার ব্যস্ততম এলাকায় প্রতিদিন হাজারো মানুষের পদচারণা, যানজট আর ধোঁয়ায় ভারী বাতাস-এই চিত্রই যেন আমাদের নগরজীবনের পরিচয়। অথচ সেই চেনা দৃশ্যেই হঠাৎ দেখা গেল এক অচেনা চরিত্র-একটি বানর। বেইলি রোডের গাছের ডালে বসে সে ফুল ছিঁড়ে খাচ্ছে, নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে চারপাশের কোলাহলে। পথচারীরা থমকে যাচ্ছে, মোবাইলে ছবি তুলছে, কেউবা বিস্ময়ে তাকিয়ে থাকছে। এই ব্যস্ত শহরের কোলাহলের ভিড়ে এই এক টুকরো ‘বন্যতা’ যেন আমাদের ভুলে যাওয়া প্রকৃতির কথা আবার নতুন করে মনে করিয়ে দিল। ছবি: মাহবুব আলম