ঝিরি ঝিরি বৃষ্টিতে ভিজল ঢাকা
ভোর থেকেই আকাশে মেঘের আনাগোনা। সূর্যের মুখ দেখা না গেলেও অদ্ভুত এক নরম আলো ছড়িয়ে ছিল চারপাশে। সময় গড়াতেই শুরু হয় হালকা বৃষ্টির শব্দ-টিনের চালে, পাতা জুড়ে, ছাতা ছুঁয়ে। ঢাকাবাসীর জন্য দিনটি যেন ভেজা দুপুরের প্রতিচ্ছবি নিয়ে হাজির হয়। ছবি: মাহবুব আলম
-
সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। একটানা ভারী না হলেও কখনো টুপটাপ, কখনো একটানা গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজেছে শহরের প্রতিটি অলিগলি।
-
রামপুরা, শাহবাগ, মিরপুর, বাড্ডা কিংবা ধানমন্ডি-সবখানেই ছাতা মাথায় চলেছে মানুষ।
-
অফিসগামীদের পা কিছুটা ধীর হলেও মুখে ছিল স্বস্তির ছাপ। কারণ এই বৃষ্টি ছিল না কোনো দুর্যোগের বার্তা, বরং একটু হালকা প্রশান্তির পরশ।
-
রামপুরা এলাকায় সকাল ৮টা নাগাদ শুরু হয় বৃষ্টির ছোঁয়া। পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন ধুয়ে নিচ্ছিল ক্লান্তি। বাসের অপেক্ষায় থাকা মানুষের কাঁধে ছাতা, কেউবা আবার এক হাত দিয়ে ব্যাগ বাঁচাচ্ছেন, আরেক হাতে ফোনে ব্যস্ত। রাস্তায় জমে থাকা হালকা পানির মাঝে ছুটে চলেছে রিকশা, বাইক। পথচারীদের কারও কারও চোখে এই ভেজা সকাল যেন উপভোগ্য এক বিরতি।
-
কেউ বসে আছেন ছাতা হাতে, কেউ আবার চায়ের কাপ নিয়ে জানালার পাশে। সব মিলিয়ে শহরের গতি কমে এলেও দৃশ্যপটে যোগ হয়েছে এক ধরনের নান্দনিকতা।
-
সাধারণত বৃষ্টি মানেই রাজধানীতে যানজটের দীর্ঘশ্বাস। আজও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আজকের বৃষ্টিতে কেউ বিরক্তির চেয়ে বেশি অনুভব করেছে এক ধরনের প্রশান্তি। এমন এক সময় যখন রাজধানী প্রতিদিন দম বন্ধ করা গরমের তাপে হাঁসফাঁস করে, তখন এই ঝিরি ঝিরি বৃষ্টি যেন স্বস্তির বাতাস হয়ে এসেছে।
-
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর প্রভাবে আজ সারাদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে এই বৃষ্টি আগামী ২৪ ঘণ্টা থেমে থেমেই চলবে বলে জানিয়েছে সংস্থাটি।
-
বৃষ্টি মানেই শুধু জলছবি নয়, বরং ব্যস্ত জীবনের মাঝে ছোট্ট এক বিরতি। আজকের ঢাকার সকালটিও ছিল তেমনি; নরম, ধীর আর স্নিগ্ধতায় মোড়া। শহরের ক্লান্ত নাগরিকদের জন্য আজকের এই ঝিরি ঝিরি বৃষ্টি হয়ে থাকুক শান্তির প্রতীক।