ডুবেছে ফেনী, বিপর্যস্ত জনজীবন ও শিক্ষা কার্যক্রম
ফেনী শহর যেন এখন এক ছোট নদী। টানা ভারী বর্ষণে শহরের বিভিন্ন সড়কে কোমরসমান পানি জমে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে একেবারেই। কেউ বেরোতে পারছেন না, কেউ ফিরতে পারছেন না। সবচেয়ে বিপাকে পড়েছেন পরীক্ষার্থী, গর্ভবতী নারী, রোগী ও শ্রমজীবী মানুষরা। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
৭ জুলাই সকাল ৯টা থেকে ৮ জুলাই সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।
-
শুধু শহর নয়, উপজেলার গ্রামাঞ্চলেও বৃষ্টির পানি ঢুকে পড়েছে ঘরবাড়িতে।
-
অনেক পরিবার ইতোমধ্যে আত্মীয়ের বাসায় আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
-
জলাবদ্ধতা ও ভাঙনের কারণে বন্ধ হয়ে গেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এমনকি মাঝপথে থেমে যেতে বসেছে চলমান পরীক্ষা।
-
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের অনার্স সমাপনী বর্ষের পরীক্ষার্থী খালেদুল আশরাফ বলেন, ‘বিকেল ২টায় পরীক্ষা, কিন্তু গ্রামের রাস্তাঘাটে হাঁটার উপায় নেই। কোথাও যানবাহন চলছে না। বোর্ড থেকেও কোনো স্থগিতাদেশ আসেনি। এই অবস্থায় কলেজে পৌঁছাব কীভাবে?’
-
একই উদ্বেগ গাড়িচালক বেলায়েত হোসেনের কণ্ঠে, ‘গত বছর ভয়াবহ বন্যায় যা হারিয়েছি, তার ক্ষত এখনো ভরেনি। আবারও এমন পরিস্থিতি আসছে দেখে পরিবার নিয়ে শহর ছাড়ার কথা ভাবছি।’
-
শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠান বাড়ি, নাজির রোড, পেট্রো বাংলা প্রায় প্রতিটি এলাকা এখন হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে আছে।
-
যানবাহন চলছে না, দোকানপাট বন্ধ, শহর যেন এক গুমোট বিষাদের চিত্রপট।
-
এদিকে, ফুলগাজীর রাজেশপুর সড়কে মুহুরী নদীর বাঁধ ভেঙে দুটি দোকান নদীতে বিলীন হয়ে গেছে। সেখানকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
-
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম জানিয়েছেন, মুহুরী নদীর পানি বাড়ছে, সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে।
-
ফেনী সদরের ইউএনও সুলতানা নাসরিন কান্তা জানান, ‘প্রায় সব স্কুলেই সান্মাষিক পরীক্ষা চলছিল। এখন স্কুলে পানি উঠে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগে পরীক্ষা স্থগিত করেছে। তবে বোর্ড পরীক্ষা বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি।’
-
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানিয়েছেন, সীমান্তবর্তী নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। যদিও এখনো তা বিপদসীমার নিচে আছে, তবে উজানে ভারী বৃষ্টিপাত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
-
বৃষ্টির ফোঁটা যেন আতঙ্ক হয়ে নামছে ফেনীর মানুষের জীবনে। এমন প্রাকৃতিক দুর্যোগে এখন সবচেয়ে বেশি প্রয়োজন দ্রুত ব্যবস্থাপনা, মানবিক সহায়তা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত।