জলে ভেজা পথ, তবুও থেমে নেই চলা
সকাল থেকে ঢাকার আকাশ যেন আবেগে ভেসে উঠেছে। থেমে থেমে নয়, একেবারে অঝোর ধারায় নেমে এসেছে বৃষ্টি। একদিকে বর্ষার রোমান্টিক আমেজ, অন্যদিকে নাগরিক জীবনের জটিল বাস্তবতা-এই দুইয়ের টানাপড়েনেই চলছে ঢাকাবাসী। জলাবদ্ধতা আর ভেজা রাস্তায় ধীর হয়ে পড়ল শহরের গতি। কিন্তু তাতেও থেমে নেই কর্মজীবী মানুষের ছুটে চলা। অফিসগামী মানুষ, শিক্ষার্থীরা কিংবা দিনমজুর সবাই বৃষ্টিকে সঙ্গী করে রওনা হয়েছেন নিজ নিজ গন্তব্যে। কারও হাতে ছাতা, কারও পা খালি পানিতে, তবুও জীবনের তাগিদে চলার গল্প থেমে নেই। হাতিরঝিল ও রামপুরা থেকে তোলা ছবিগুলো যেন এই ভেজা শহরের এক নীরব কাব্য। লেখা: জান্নাত শ্রাবণী; ছবি: মাহবুব আলম
-
বিশেষ করে অফিসগামী মানুষদের যেন শুরুতেই এক পরীক্ষা দিতে হলো। রাস্তায় বেরিয়েই পড়তে হলো বৃষ্টির কবলে, সঙ্গে জলজট আর যানজট।
-
ছাতা হাতে কিংবা বৃষ্টির মাঝেই ছোটাছুটি করতে দেখা গেছে অনেককে।
-
কেউ গাড়ির জন্য অপেক্ষা করছেন পানিতে ভেজা ফুটপাতে দাঁড়িয়ে, কেউবা আবার ভ্যানে কিংবা রিকশায় ভিজতে ভিজতে ছুটছেন অফিসের দিকে।
-
হাতিরঝিল এবং রামপুরা এলাকা থেকে তোলা ছবিগুলোতে ধরা পড়েছে ঢাকার এক সকাল বেলার বাস্তবতা। যেখানে শহরের সৌন্দর্য মিশে গেছে দুর্ভোগের ছোঁয়ায়। পানিতে ভেজা সড়ক, ভেজা ছাতা, কাকভেজা মানুষ-সব মিলিয়ে যেন এক বিষণ্ণ চিত্রপট তৈরি করেছে।
-
তবে কারও মুখে বিরক্তি, তো কারও মুখে মৃদু হাসি। কারণ এই বৃষ্টিই হয়তো কারও জন্য ভালো লাগার, আবার কারও জন্য দিনের শুরুর কঠিন চ্যালেঞ্জ।
-
তবুও জীবনের চাকা তো থেমে থাকে না। বৃষ্টি, কাদা আর যানজট পেরিয়েও কর্মজীবী মানুষ পৌঁছান কর্মস্থলে, আর আমরা ক্যামেরাবন্দি করেছি সেই সংগ্রামের মুহূর্তগুলো।
-
এই গ্যালারির ছবিগুলো শুধু একটি ভেজা সকাল নয়, বরং শহরের মানুষ আর প্রকৃতির এক মিলনের গল্প বলে।