এক ফোঁটা বৃষ্টি, এক শহরের ক্লান্ত নিঃশ্বাস
ঢাকা আজ আর কোলাহল চায় না। চায় না ব্যস্ততার হর্ন, চায় না রোদে পুড়ে যাওয়া পিচের উত্তাপ। দুপুরের পর হঠাৎই আকাশ যেন মুখ ফিরিয়ে নিয়েছে শহরের দিকে তাকিয়ে, ছড়িয়ে দিয়েছে ছায়াময় এক চাদর। বৃষ্টির প্রথম ফোঁটা ঠিক যেন কারও দীর্ঘদিন জমে থাকা দম বন্ধ নিঃশ্বাসের মুক্তি। শহরটা একটু থেমেছে, নরম হয়েছে, ক্লান্ত হয়ে ভিজেছে। এই বৃষ্টি ঝড় নয়, উচ্ছ্বাস নয়; বরং একান্ত এক আরাম, একাকীত্বের সঙ্গী। জানালার কাঁচ বেয়ে গড়িয়ে পড়া ফোঁটাগুলো যেন শহরের না বলা কথাগুলো নিয়ে নিচে নেমে আসে। কেউ অফিসের ডেস্কে বসে উদাস চোখে তাকিয়ে থাকে বাইরের আকাশে, কেউ বা ছাদে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ধরে রাখে মেঘের ছোঁয়া। এ যেন এক নিঃশব্দ সংলাপ বৃষ্টি ও শহরের, ক্লান্তি আর স্মৃতির, মানুষ ও মনখারাপের মধ্যে। এই দিনে কোনো দৌড় নেই, নেই চিৎকার। আছে শুধু এক ফোঁটা বৃষ্টি... আর এক ক্লান্ত শহরের দীর্ঘ নিঃশ্বাস। ছবি: মাহবুব আলম
-
আজকের ঢাকার আকাশে নেই রোদ্দুরের দাপট। গরম নেই, নেই চিরচেনা তাপঝলসানো রোদের গর্জনও। তার বদলে আছে এক ধোঁয়াটে আলোর স্তব্ধতা।
-
জানালার পাশে বসা বৃদ্ধ লোকটা বোধহয় ভাবছেন, এই বৃষ্টিতে তার হারানো দিনগুলো কেমন ছিল। আর রাস্তায় পাশে খেলা করা শিশুটি চুপচাপ হাত বাড়িয়ে দিচ্ছে আকাশের দিকে, যেন মেঘ ছুঁয়ে ফেললেই পাওয়া যাবে কোনও গোপন স্বপ্ন।
-
শহরের গলি, অলি, বড় রাস্তাগুলো আজ যেন নিজের গতি ভুলে গেছে। চায়ের দোকানে চুপচাপ ভিজে যাচ্ছে বেনারসির ঘ্রাণ। বৃষ্টির দিনে চায়ের কাপে যেন অন্যরকম তৃপ্তি। আলাপ নেই, তবু কেমন এক বোঝাপড়ায় ভরা নীরবতা ছড়িয়ে আছে ঢাকাজুড়ে।
-
বৃষ্টিতেও থেমে নেই তাদের কাজ।
-
আজকের দিনটা যেন নিছক এক আবহাওয়ার খবরে আটকে রাখা যায় না। দুপুরের পর থেকে মেঘে ঢাকা ঢাকার আকাশ আসলে আমাদের জীবনের এক বিশাল প্রতিচ্ছবি; যেখানে চাপা কষ্ট, অতৃপ্তি, স্বপ্ন আর নরম ভালোলাগাগুলো মিলেমিশে একটা দিনকে করে তোলে অসাধারণ।
-
বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় বাইরে বের হয়েছে কোমলমতি শিশুরা।
-
ঝিরঝিরে বৃষ্টি; আর সেই বৃষ্টিতে এই শহরটাও যেন নিজেকে একটু থামিয়ে ভাবছে, সব সময় ছুটে চলাই কি সত্যি জরুরি?