ছাতার নিচে শুরু হলো ঢাকার নতুন দিন
ঢাকায় আজ সকালটা যেন অন্যরকম হয়ে এল। ভোর থেকেই আকাশের মুখ ভার, ঘন মেঘে ঢাকা রঙিন শহর। কিছুক্ষণ পরই মৃদু টুপটাপ শব্দে শুরু হয় বৃষ্টি, ধীরে ধীরে যা ছড়িয়ে পড়ে রাস্তায়, গলিতে, মানুষের মুখে। মহাখালী থেকে পুলিশ প্লাজা, সবখানেই সেই একই দৃশ্য; ছাতা মাথায় অফিসগামী মানুষের পদচারণা, চোখেমুখে দিনের শুরু করার তাগিদ আর ভেতরে ভেতরে লুকানো একটুখানি অলসতা। ছবি: মাহবুব আলম
-
বৃষ্টির ভেজা হাওয়া যেন ঢাকার সকালকে ভিজিয়ে দিয়েছে অন্য রঙে।
-
ভ্যাপসা গরমে ক্লান্ত শহরবাসী কিছুটা স্বস্তি পায় এই ভোরের শীতলতায়।
-
রাস্তায় ভিজে টানটান তারপিচ, বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে দোকানের শেড থেকে, পথের ধারের গাছগুলোতেও নতুন প্রাণের ছোঁয়া। অথচ এর মাঝেই জীবনের তাড়না থেমে থাকেনি; কেউ ভিজে গেছে বাসের অপেক্ষায়, কেউ বা পা বাড়িয়েছে ভেজা ফুটপাথে, হাতে শক্ত করে ধরা রঙিন ছাতা।
-
মহাখালীতে ভোরের এই বৃষ্টিতে ছিল ব্যস্ততার সুর আর পুলিশের প্লাজা মোড়ে ছিল এক টুকরো কবিতা। বাসের হর্ন, রিকশার ঘণ্টা, বৃষ্টির টুপটাপ শব্দ সব মিলেমিশে যেন শহরের সকালকে বানিয়েছে জীবন্ত ক্যানভাস।
-
এই ভেজা সকালের আড়ালে লুকিয়ে আছে হাজারো মানুষের গল্প; কারো তাড়াহুড়া অফিসে পৌঁছানোর, কারো স্বপ্ন নতুন চাকরির, আবার কারো শুধু দৈনন্দিন সংগ্রাম।
-
বৃষ্টি থামবে হয়তো দুপুরের আগেই, কিন্তু সকালের এই ভেজা মুহূর্তগুলো ছুঁয়ে যাবে যারা দেখেছে, যারা পেরিয়েছে এই ভেজা পথ।
-
ঢাকার বৃষ্টি সবসময়ই শহরকে নতুন করে সাজিয়ে দেয়; ধুলো ধুয়ে ফেলে, আনে নতুন ঘ্রাণ, আর মনে করিয়ে দেয় এই ব্যস্ত জীবনে এখনও কিছু সময় আছে থেমে দাঁড়িয়ে শ্বাস নেওয়ার, ভেজা হাওয়ায় চোখ বুজে হাসার।