ছাতার নিচে শুরু হলো ঢাকার নতুন দিন

প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৯ আগস্ট ২০২৫ আপডেট: ১১:৪৩ এএম, ০৯ আগস্ট ২০২৫

ঢাকায় আজ সকালটা যেন অন্যরকম হয়ে এল। ভোর থেকেই আকাশের মুখ ভার, ঘন মেঘে ঢাকা রঙিন শহর। কিছুক্ষণ পরই মৃদু টুপটাপ শব্দে শুরু হয় বৃষ্টি, ধীরে ধীরে যা ছড়িয়ে পড়ে রাস্তায়, গলিতে, মানুষের মুখে। মহাখালী থেকে পুলিশ প্লাজা, সবখানেই সেই একই দৃশ্য; ছাতা মাথায় অফিসগামী মানুষের পদচারণা, চোখেমুখে দিনের শুরু করার তাগিদ আর ভেতরে ভেতরে লুকানো একটুখানি অলসতা। ছবি: মাহবুব আলম