মরুর ফসল ‘চিয়া সিড’ এখন শেরপুরের মাঠে
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শেরপুরের শিমুল মিয়া। ইউটিউব দেখে প্রথমবারের মতো চিয়া সিড আবাদ করে বেশ সাড়া ফেলেছেন। তরুণ এ কৃষি উদ্যোক্তা মাত্র ৫ হাজার টাকা খরচ করে লাখ টাকার স্বপ্ন দেখছেন। এ শস্যদানা নিয়ে কৃষিতে নতুন সম্ভাবনা দেখা যাচ্ছে। ছবি: মো. নাঈম ইসলাম
-
শিমুলের দেখাদেখি স্থানীয় কৃষকেরা এ ফসল চাষে আগ্রহী হচ্ছেন। সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
-
শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের সূর্যদী উত্তরপাড়ার মৃত মোজাফফর আলীর ছেলে শিমুল মিয়া। চাকরির ফাঁকে অবসর সময়ে ইউটিউবে নানা কৃষিকাজ দেখতেন। দেখতে দেখতে কৃষিতে আগ্রহ বাড়ে। ধীরে ধীরে নতুন নতুন ফসল চাষাবাদের প্রতি ঝুঁকে পড়েন। এরপর চাকরি ছেড়ে ৫০ শতাংশ জমি বর্গা নেন। পরে সেই জমিতে লাগানোর জন্য চিয়া সিডের বীজ সংগ্রহ করেন এবং জেলায় প্রথমবারের মতো বপন করেন।
-
শিমুল জানান, গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো বিদেশি উচ্চমূল্যের ফসল চিয়া সিডের চাষ শুরু করেন তিনি। বর্গা নেওয়া জমিতে বীজ বপন, সার, সেচসহ সবমিলিয়ে খরচ হয় মাত্র ৫-৬ হাজার টাকা। লাগানোর তিন মাসের মধ্যে ফলন পরিপক্ব হয়। এরই মধ্যে ফলন সংগ্রহ করেছেন। যা প্রায় ২০০ কেজির মতো। ৫০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে ১ লাখ টাকা বিক্রির স্বপ্নও দেখছেন তিনি।
-
বোরো ও আমন ধানের মাঝামাঝি সময়ে যারা সরিষা বা আলু চাষ করেন; তারা ওই সময়ে চিয়া সিড চাষ করতে পারেন। চাষপদ্ধতি স্বাভাবিক ফসলের মতোই।
-
প্রতিদিন তার কাছ থেকে পরামর্শ নিয়ে অনেকেই চিয়া সিড চাষের আগ্রহের কথা জানান।