ঢাকার রাস্তায় রোদ-বৃষ্টি খেলা
ঢাকার রাস্তায় আজ আবহাওয়া তার খামখেয়ালি রূপ দেখালো। সকালে রোদ, বিকেলের ঠিক আগে হঠাৎ ঝুম বৃষ্টি। কাজে রাস্তায় বের হওয়া পথচারীরা অপ্রস্তুত, ছাতা-স্যান্ডেল মিলিয়ে দৌড়াচ্ছেন বৃষ্টির ছোঁয়ায়। ছবি: মাহবুব আলম
-
রোদ আর বৃষ্টির মিলনে যেন ঢাকার রাস্তাগুলো মুহূর্তের মধ্যে অন্য রূপে ভেসে উঠছে। রোদে ঝলমল করা লতা-পাতার মাঝে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে সৃষ্টি হচ্ছে এক অনিন্দ্যসুন্দর দৃশ্য, যা শহরের ব্যস্ত জীবনে অল্পক্ষণ শান্তির ছোঁয়া হিসেবে ধরা দিচ্ছে।
-
পথচারীরা যদিও ভিজে গেছেন, তবুও এই হঠাৎ পরিবর্তন শহরের রুটিনে এক অপ্রত্যাশিত বিরাম সৃষ্টি করেছে।
-
কেউ ছাতা হাতে নিয়ে হাঁটছেন, কেউ আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরের ছন্দ উপভোগ করছেন।
-
সন্তানকে বৃষ্টির পানি থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা মায়ের।
-
রেইনকোট ছাড়া বের হয়ে বিপাকে পরেছেন তারা।
-
এই খামখেয়ালি আবহাওয়া ঢাকার মানুষের জন্য যেন একটি সংক্ষিপ্ত, স্বল্পস্থায়ী রঙিন চিত্রশালা। হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি শহরের দিনটি আজ অনিশ্চিত, কিন্তু অনিন্দ্যসুন্দর।